এসআইআর: কাজের চাপে ফের এক বিএলও’র আত্মহত্যা! দাবি পরিবারের
বর্তমান | ১১ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, লালবাগ: রাজ্যে ফের এসআইআরের কাজের চাপে আত্মহত্যা বিএলও’র! এমনটাই অভিযোগ পরিবারের। চাঞ্চল্য মুর্শিদাবাদের রানিতলায়। মৃতের নাম হামিমুল ইসলাম (৪৭)। তিনি পাইকমারি চর কৃষ্ণপুর বয়েজ স্কুলের (প্রাইমারি) প্রধান শিক্ষক ছিলেন। রানিতলা থানার আলাইপুরের বাসিন্দা হামিমুল। পূর্ব আলাইপুরের বিএলও’র দায়িত্বে ছিলেন বলেও জানা গিয়েছে। গতকাল, শনিবার গভীর রাতে স্কুলের অফিস ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে হামিমুলের। এসআইআরের কাজ নিয়ে বেশ চাপে ছিলেন বলে মৃতের পরিবার জানিয়েছে।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। জানা গিয়েছে, প্রতিদিনের মতো গতকাল, শনিবার হামিমুল স্কুলে গিয়েছিলেন। সন্ধ্যার পর আর বাড়ি ফিরে আসেননি তিনি। পরিবারের সন্দেহ হয়, লোকজন নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। রাতে স্কুলের অফিস ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর। শোকের ছায়া গোটা এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।