• অর্ধনগ্ন অবস্থায় বৈঠকখানায় নিথর দেহ, খাস কলকাতায় বৃদ্ধের মৃত্যু ঘিরে রহস্য
    প্রতিদিন | ১১ জানুয়ারি ২০২৬
  • অর্ণব আইচ: খাস কলকাতায় বৃদ্ধের রহস্যমৃত্যু! বৈঠকখানা থেকে উদ্ধার অর্ধনগ্ন দেহ। দেহের নিম্নভাগে নেই কোনও পোশাক! ঘটনাটি ঘটেছে আর্মহাস্ট স্ট্রিট থানা এলাকার চিন্তামণি দাস লেন এলাকায়। কী করে বৃদ্ধের মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। খুন নাকি, আত্মহত্যা তা নিয়ে ঘনিয়েছে রহস্য। তদন্তে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অমিতাভ দে। বয়স ৬২ বছর। চিন্তামণি দাস লেনের বাসিন্দা ছিলেন। অমিতাভবাবু অবিবাহিত। দোতলা বাড়িতে তিনি একাই থাকতেন। তবে ভাইপো দেবাশিসের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল বলে জানতে পেরেছে পুলিশ। শনিবার পুলিশের কাছে খবর আসে, অমিতাভবাবুর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাঁর ফোনে কল করা হলেও উত্তর মিলছে না। ভাইপো দেবাশিস পুলিশকে জানান, তাঁর সঙ্গে কাকার শেষ কথা হয় ৭ তারিখ সকালে। তারপর থেকে অমিতাভবাবুর সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি বলে  দাবি করেছেন তিনি। ফোন করলেও উত্তর মেলেনি। বাড়িতে এসে ডাকাডাকি করেও সাড়া মেলেনি।

    খবর পাওয়ার পরই বাড়িটিতে যায় পুলিশ। ডাকাডাকি করে কোনও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে ঘরে ঢোকেন তদন্তকারীরা। দেখা যায় ড্রয়িংরুমে অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছেন বৃদ্ধ। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কী করে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। মুখ খোলেননি তদন্তকারীরা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে জানিয়েছেন তদন্তকারীরা। তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)