• পরিবারের সবাইকে ঘুম পাড়িয়ে মূল্যবান জিনিস নিয়ে পালিয়েছে পরিচারিকা, অভিযোগ বরখাস্ত হওয়া IAS পূজা খেদকরের
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৬
  • চুরির ঘটনা ঘটেছে বরখাস্ত হওয়া IAS আধিকারিক পূজা খেদকরের বাড়িতে। শনিবার রাতে এই চুরি ঘটনা নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। এই অভিযোগের পরেই তদন্ত শুরু করেছে মহারাষ্ট্রের পুনে এলাকার পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, পুনের বানের রোড এলাকার পারিবারিক বাংলোতে এই চুরির ঘটনা ঘটেছে বলে শনিবার রাতে অভিযোগ জানিয়েছেন পূজা। তাঁর অভিযোগ, বাড়ির পরিচারিকাই এই চুরি করেছে। বাবা দিলীপ খেদকর, মা মনোরমা খেদকর এবং তাঁকে ঘুম পাড়িয়ে ওই চুরি করা হয়েছে।

    পিটিআই সূত্রে খবর, মাস দেড়েক আগে নেপালের এক মহিলাকে পরিচারিকা হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ঘুমের ওষুধ খাইয়ে পরিবারের সবাইকে অচেতন করে বেঁধে রাখেন ওই পরিচারিকা, অভিযোগ পূজার। তার পরেই তাঁদের মোবাইল ফোন এবং অন্যান্য দামী জিনিস নিয়ে পালিয়েছেন ওই পরিচারিকা। নিজেকে কোনও রকমে মুক্ত করার পরে অন্য একটি ফোন থেকে পুলিশকে এই নিয়ে জানান পূজা।

    পুলিশ সূত্রে খবর, এই নিয়ে ফোনে বিষয়টি জানালেও রবিবার দুপুর পর্যন্ত খেদকরের পরিবারে তরফে কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কী কী জিনিস চুরি হয়েছে তাও জানানো হয়নি। তবে এই নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তাঁরা।

    প্রসঙ্গত, গত বছরে নভি মুম্বই এলাকায় একটি পথ দুর্ঘটনার জেরে এক ট্রাক চালককে অপহরণ করার অভিযোগ ওঠে খেদকর দম্পতির বিরুদ্ধে।

    উল্লেখ্য, IAS হিসেবে কাজে যোগ দিলেও ২০২২ সালের ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার আবেদনপত্রে সংরক্ষণের সুবিধা পেতে ভুল তথ্য দেওয়ার অভিযোগ উঠেছিল পূজার বিরুদ্ধে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন তিনি।

  • Link to this news (এই সময়)