• মহিলাকে অপহরণ, যৌন হেনস্থা করে ভিডিয়ো তুলে রাখার অভিযোগ, কর্নাটকে ধৃত ৩
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৬
  • এক মহিলাকে অপহরণ করার পরে তাঁকে যৌন হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। সেই হেনস্থার ভিডিয়ো তুলে তা সোশ্যাল মিডিয়াতে দেওয়া হয় বলেও অভিযোগ। কর্নাটকের হুবলি এলাকার ঘটনা। রবিবার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, বছর ৩৫-এর ওই মহিলাকে শুক্রবার রাতে হেনস্থা করা হয় বলে অভিযোগ। পুলিশকে মহিলা জানিয়েছেন, হুবলির আম্বেদকর গ্রাউন্ডের কাছে একটি অটো রিকশায় থাকা দুই ব্যক্তি তাঁকে জোর করে সেখানে তোলে । মদ্যপান করতে বাধ্য করা হয় ওই মহিলাকে। অটোতেই যৌন হেনস্থা করার পরে তাঁকে নামিয়ে দেওয়া হয় আম্বেদকর গ্রাউন্ডের কাছে। নামিয়ে দেওয়ার আগে ওই দু'জন তাঁকে হেনস্থা করার ভিডিয়ো তুলে রাখে।

    পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের এক সঙ্গী ওই ভিডিয়ো হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়। ভিডিয়ো দেখার পরেই মহিলাকে খুঁজে বার করেন আধিকারিকরা। তাঁকে খুজে পাওয়ার পরেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।

    জানা গিয়েছে, ওই মহিলা মাস দেড়েক আগে হুবলিতে থাকতে শুরু করেন। বিভিন্ন মন্দির এবং মঠে গিয়ে আশ্রয় এবং খাবারও চাইতেন তিনি। পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, মহিলাকে হেনস্থা করার অভিযোগে শিবানন্দ এবং গণেশ নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার ভিডিয়ো হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রদীপকেও গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, ধৃত তিন-জন অটোরিকশা চালক এবং দিনমজুর। নিয়ম মেনেই মহিলার মেডিক্যাল টেস্ট করা হচ্ছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

  • Link to this news (এই সময়)