• সেবাশ্রয়ে যাওয়ার পথে অসুস্থ বৃদ্ধাকে দেখে থমকালেন অভিষেক, গাড়ির ব্যবস্থা করে তুলে দিলেন নিজেই
    এই সময় | ১১ জানুয়ারি ২০২৬
  • ফলতায় সেবাশ্রয়-শিবির পরিদর্শনে যান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার ফলতা বিধানসভার হরিণডাঙা এলাকার বিডিও অফিসের মাঠে সেবাশ্রয় ২-এর শিবিরে যান তিনি। কথা বলেন সেখানে চিকিৎসা করাতে আসা মানুষের সঙ্গে।

    সেবাশ্রয় শিবিরে যাওয়ার রাস্তার দু’পাশে এ দিন ভিড় করে দাঁড়িয়েছিলেন বহু মানুষ। অভিষেকের গাড়ি ঢুকতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। বয়স্করা হাত নেড়ে সৌজন্য দেখান, অল্পবয়সিরা মোবাইল নিয়ে তৈরি। মুহূর্ত ক্যামেরাবন্দি করতে উন্মুখ। পথে এত মানুষ দেখে চলন্ত গাড়ির দরজা খুলে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান অভিষেকও। তবে রাস্তায় এত মানুষ দেখে এর পরে গাড়ি থেকে নেমে পড়েন তিনি।

    সৌজন্য বিনিময় করতে করতেই সেবাশ্রয় শিবিরের দিকে এগিয়ে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই ভিড়ের মাঝেই সবুজ শাড়ি পরে দাঁড়িয়ে এক বৃদ্ধা। অশক্ত শরীর। দেখেই মনে হচ্ছে শরীরে কোনও অস্বস্তি হচ্ছে। ভিড়ের মাঝে নজরে পড়তেই এগিয়ে যান অভিষেক। পুলিশকে বলেন, গাড়িতে করে যেন নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে। তাঁকে গাড়িতে তুলতে এগিয়ে আসেন সাংসদ নিজেই।

    এর পরে আবারও হেঁটে জনসংযোগ করতে করতে এগিয়ে চলেন সেবাশ্রয় শিবিরের দিকে। শিবিরস্থলে রয়েছে স্বামী বিবেকানন্দের মূর্তি। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অভিষেক। এর পরে শিবিরে ঢুকে রোগীদের সঙ্গে কথা বলেন। খুঁটিয়ে দেখেন যাবতীয় আয়োজন। ভিতরে ঢুকেই ICU কক্ষে আবারও সেই বৃদ্ধার সঙ্গে দেখা। যাঁকে গাড়িতে তুলে দিয়েছিলেন তিনি। ততক্ষণে বৃদ্ধা অনেকটাই সুস্থ-স্বাভাবিক। হাসিমুখ, অভিষেকের হাত ধরে বৃদ্ধা বলেন, ‘মাথাটা ঘুরে গিয়েছিল।’

    সেখান থেকে সেবাশ্রয়ে আসা অন্যান্য রোগীর সঙ্গেও দেখা করেন অভিষেক। কথা বলেন, ডাক্তার-নার্সদের সঙ্গে। ঘুরে দেখেন আয়োজন। অর্থোপেডিক ওয়ার্ডে বসেছিল এক কিশোরী। বাবার সঙ্গে এসেছে। পড়ে গিয়েছিল। তার পর থেকে মনে রাখতে সমস্যা হয়। ছোট্ট মেয়ের মাথায় স্নেহের পরশ দিয়ে বেরিয়ে যান অভিষেক। দেখেন, কেমন চলছে কার্ডিওলজি, নিউরোলজি-সহ অন্য বিভাগ।

    এরই মধ্যে বাচ্চাদের সঙ্গে দেখা হলে ছোট্ট মুঠো ভরিয়ে দিয়েছেন চকোলেটে। গুরুতর সমস্যা নিয়ে এসেছেন অনেকেই। তাঁদের কথাও মন দিয়ে শুনেছেন সাংসদ। নির্দেশ দিয়েছেন— প্রয়োজন মতো ব্যবস্থা নেওয়ার।

    জানা গিয়েছে, ফলতা বিধানসভা কেন্দ্রে নারীদের জন্য বিশেষ ‘ইনফার্টিলিটি ক্লিনিক’ (বন্ধ্যাত্ব নিরাময় কেন্দ্র) চালু হয়। এই ক্লিনিকের মাধ্যমে সমাজের প্রান্তিক ও পিছিয়ে পড়া পরিবারের মহিলারা উন্নতমানের চিকিৎসা পরিষেবা ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পাবেন।

  • Link to this news (এই সময়)