Big Breaking: ফের মেট্রোয় আত্মহত্যার চেষ্টা। রবিবারের সন্ধেয় ব্যাহত পরিষেবা। দুর্ভোগে যাত্রীরা। আংশিক পথে চলছে মেট্রো।
কলকাতা মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সন্ধে ৬টা ৩২-এ নেতাজি ভবন মেট্রো স্টেশনে একজন আত্মহত্যার চেষ্টা করেন।
আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল করছে।
এই ধরনের ঘটনা এর আগেও বহু বার ঘটেছে। গত ২৯ ডিসেম্বর দমদমগামী মেট্রোর সামনে এক যাত্রী ঝাঁপ দেন। তার জেরেও ব্যাহত হয় মেট্রো চলাচল। আংশিক রুটে মেট্রো চালিয়ে বছর শেষের ভিড় সামাল দেওয়া গিয়েছিল। নতুন বছরের শুরুতেও সেই এক ঘটনা। আজও আংশিক পথে মেট্রো চালাতে হচ্ছে। আপাতত ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলছে না।
মেট্রোর দাবি ৭টা ২২ মিনিটের পর থেকে পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে।