নন্দীগ্রামে সমবায় সমিতির নির্বাচনে বিজেপির জয়। সমবায়ের সংখ্যাগরিষ্ঠ আসনেই জয়লাভ বিজেপি সমর্থিত প্রার্থীদের। রবিবার নন্দীগ্রামের গোকুলনগর কৃষি সমবায় সমিতির পরিচালন কমিটির নির্বাচন হয়। সেখানে এই ফল দেখে উচ্ছ্বসিত বিজেপি শিবির। পাল্টা তৃণমূলের দাবি, এই জয়ের সঙ্গে বিধানসভা ভোটের কোনও যোগ নেই।
নন্দীগ্রামের গোকুলনগর কৃষি সমবায় সমিতিতে মোট আসন ১২টি। ফলাফল প্রকাশ হতেই দেখা যায়, ১২টি আসনের মধ্যে ৯টি আসনে জয়লাভ করেছেন বিজেপি সমর্থিত প্রার্থীরা, ৩টিতে জিতেছেন তৃণমূল সমর্থিতরা। জয়ের পরে গেরুয়া আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন গেরুয়া-সমর্থকরা।
তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, ‘এই জয় নন্দীগ্রামের মানুষের জয়, শুভেন্দু অধিকারীর জয়। নন্দীগ্রামের মানুষ যে শুভেন্দু অধিকারীর সঙ্গে আছেন, তা আরও একবার বুঝিয়ে দিলেন। আগামী বিধানসভা ভোটেও তার প্রমাণ মিলবে।’
যদিও তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সুজিতকুমার রায়ের দাবি, গত লোকসভা ও বিধানসভা ভোটে গোকুলনগর এলাকায় ৩ হাজারের বেশি ভোটে পিছিয়ে ছিলেন তাঁরা। সেই জায়গায় দলের সমর্থক বেড়েছে। ছাব্বিশের ভোটে বিপুল ভোটে জিতবেন বলেও আত্মবিশ্বাসী তিনি।