নয়াদিল্লি, ১১ জানুয়ারি: ‘পাতাল লোক সিজন ২’, মূল খল চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর স্নাইপারের গুলিতে নিকেশ হচ্ছিলেন একের পর এক ব্যক্তি। সেই ড্যানিয়েল অ্যাকো ওরফে প্রশান্ত তামাং প্রয়াত। শুধুমাত্র ‘পাতাল লোক’ ওয়েব সিরিজ নয়, জনপ্রিয় গানের রিয়্যালিটি শো ‘ইন্ডিয়ান আইডল সিজন থ্রি’র চ্যাম্পিয়ন তিনি। আজ, রবিবার নয়াদিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দার্জিলিংয়ের প্রশান্ত তামাং। নেপালি গায়ক তথা অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদনজগৎ। তাঁর বয়স হয়েছিল ৪৩। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রশান্তের। জানা গিয়েছে, অরুণাচল প্রদেশে একটি গানের অনুষ্ঠান শেষ করে গতকাল, শনিবার রাতে দিল্লিতে ফিরেছিলেন।
আজ, রবিবার সকালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সকাল ৯টা নাগাদ দিল্লির দ্বারকার একটি হাসপাতালে প্রশান্তকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। শারীরিক অসুস্থতা ছিল না তাঁর। কিন্তু কীভাবে এই ঘটনা ঘটল? বুঝেই উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। নেপালি গায়ক প্রশান্তের জন্ম ১৯৮৩ সালের ৪ জানুয়ারিতে দার্জিলিংয়ে। কলকাতা পুলিশে কাজ করেছেন বলেও জানা যায়। ‘ইন্ডিয়ান আইডল’ রাতারাতি খ্যাতি এনে দেয়। প্রশান্ত তামাংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।