• প্রয়াত বর্ষীয়ান বামপন্থী নেতা সমীর পুততুণ্ড
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৬
  • প্রয়াত হলেন বর্ষীয়ান বামপন্থী নেতা সমীর পুততুণ্ড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার রাত সওয়া ১১টা নাগাদ দক্ষিণ শহরতলির মুকুন্দপুকুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

    পরিবার সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সমীর পুততুণ্ডর দেহ দক্ষিণ ২৪ পরগনায় তাঁর আদি বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন তাঁর স্ত্রী, পিডিএস নেত্রী অনুরাধা পুততুণ্ড। সেখানেই এই বর্ষীয়ান বামপন্থী নেতার শেষকৃত্য সম্পন্ন হবে।

    সিপিএমের দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন সমীর পুততুণ্ড। দক্ষিণ ২৪ পরগনায় সিপিএমের জেলা সম্পাদক ছিলেন তিনি। কিন্তু দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধের কারণে ২০০১ সালে বিধানসভা ভোটের আগে সইফুদ্দিন চৌধুরীর সঙ্গে তিনি সিপিএম ছেড়ে বেরিয়ে আসেন।

    সিপিএম ছেড়ে বেরিয়ে আসার পরে তিনি নতুন দল পিডিএস (পার্টি অফ ডেমোক্র্যাটিক সোশ্যালিজ়ম) তৈরি করেন। শুধু তাই নয়, সে বারের ভোটে বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে যাদবপুর বিধানসভা কেন্দ্রে সমীর প্রার্থীও হন। তবে ভোটে তিনি একেবারেই দাগ কাটতে পারেননি। পরবর্তীকালে সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলন–পর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়েছিলেন সমীর পুততুণ্ড।

  • Link to this news (এই সময়)