• ‘সন্তানহীনকে অন্তঃসত্ত্বা করলেই ১০ লক্ষ!’ বিহারে অভিনব প্রতারণার শিকার বহু যুবক
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • পাটনা: সন্তানহীন মহিলাকে অন্তঃসত্ত্বা করতে পারলেই মিলবে ১০ লক্ষ টাকা পুরস্কার! সেই টোপে পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খোয়ালেন বিহারের একাধিক যুবক। ঘটনায় নওয়াদার এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষ তদন্তকারী দল। ধৃতের নাম রঞ্জন কুমার। আরও এক নাবলককে আটক করা হয়েছে। নওয়াদার এসপি অভিনব ধীমান জানান, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ও তথ্যপ্রযুক্তি আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে।  

    ‘অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব’। এই নামেই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিত প্রতারকরা। সন্তানহীনকে অন্তঃসত্ত্বা করলে ১০ লক্ষ টাকা, না পারলে মিলবে অর্ধেক টাকা। একাধিক প্রতিশ্রুতি দেওয়া হত। কম সুদে ঋণ পাইয়ে দেওয়ার বিজ্ঞাপন দিয়ে দৃষ্টি আকর্ষণ করত প্রতারকরা। সাইবার পুলিশ জানিয়েছে, ফাঁদে পা দেওয়ামাত্র বিভিন্ন মডেলের ছবি পাঠাত অভিযুক্তরা। বিনামূল্যে এই এধরনের মডেলদের সঙ্গে ঘনিষ্ঠতার টোপ দেওয়া হত।  সূত্রের খবর, ‘ইচ্ছুক’ ব্যক্তিদের থেকে রেজিস্ট্রেশন ফি, হোটেলের খরচ বাবদ আগাম টাকা চাওয়া হত। লাখপতি হওয়ার আশায় বহু পুরুষ সেই টাকা দিয়ে দেন। অভিযোগ, টাকা ভরার পরে অভিযুক্তদের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তখনই প্রতারণার বিষয়টি সামনে আসে। সামাজিক লজ্জায় অনেকেই থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেননি।

    শেষপর্যন্ত অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। নওয়াদার প্রতারণা চক্রের হদিশ মেলে। অভিযুক্তদের থেকে চারটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগেও নওয়াদায় সাইবার প্রতারণার একাধিক ঘটনা ঘটেছে। প্রত্যেকবার একই কায়দায় ‘টোপ’ ফেলত প্রতারকদের দল।
  • Link to this news (বর্তমান)