• এবার ইমেল লিখে দেবে জেমিনাই, নতুন বছরে সামনে এল নয়া পরিষেবা
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: পেশাগত ক্ষেত্রে জিমেল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে ছুটির দরখাস্ত কিংবা বেতন বৃদ্ধির বার্তা—সবকিছুই জমা হয় এর মেন্যু প্যানে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া লাগছে গুগলের মেলবক্সেও। তাতে জিমেলে কাজ করা আরও সহজ হয়ে যাবে। জানা গিয়েছে, এবার মেল লিখতে সরাসরি সহযোগিতা করবে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনাই। ‘হেল্প মি রাইট’ অপশনে গোটা ইমেলটি ড্রাফট আকারে চলে আসবে। উত্তর দিতেও আপনার সহায়ক হবে এটি। ছোটোখাটো কিছু পরিবর্তন করে সহজেই মেইলটি পাঠিয়ে দিতে পারবেন। বানান ও ব্যাকরণগত ভুলত্রুটিও শুধরে দেবে। ফলে লেখালেখি নিয়ে চিন্তা অনেকটাই কমবে। শুধু তাই নয়, প্রেমোশোনাল মেলে ভর্তি ইনবক্সের দেখাশোনা করবে এই প্রযুক্তি। শয়ে শয়ে মেইলের মধ্যে থেকে প্রয়োজনীয়গুলিকে বেছে দেবে। কোনও বড় বার্তার সংক্ষিপ্তসারও তুলে ধরবে এআই। কোনও বিষয় নিয়ে প্রশ্ন থাকলে সরাসরি জিজ্ঞাসা করা যাবে। উত্তরও মিলবে চটজলদি। 

    তাছাড়া, দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজ, বিল মেটানো, প্রয়োজনীয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রক্ষার কথাও স্মরণ করিয়ে দেবে এই প্রযুক্তি। এআইয়ে ভর করে এমন হাজারো নয়া সুযোগ-সুবিধা মিলতে চলেছে।  তবে আপাতত সকল জিমইল ব্যবহারকারী এই পরিষেবা পাচ্ছেন না। কিছু ইউজারকে এটি ব্যবহার করতে গিয়েছে গুগল। তাতে মতামত ও পরীক্ষার পরই সকলের জন্য উন্মুক্ত হয়ে যাবে জিমেল ইনবক্স ইউথ এআই। এসংক্রান্ত কিছু পরিষেবা আগেও পাওয়া যেত। কিন্তু, তার জন্য টাকা দিতে হতো। কিন্তু, নতুন বছরে সেগুলি বিনামূল্যেই মিলতে চলেছে। 
  • Link to this news (বর্তমান)