• ডিজিটাল অ্যারেস্টে ১৫ কোটি লোপাট চিকিৎসক দম্পতির
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: সাইবার প্রতারণার শিকার দিল্লির চিকিৎসক দম্পতি। ডিজিটাল অ্যারেস্টের ফাঁদে পড়ে ১৫ দিনে প্রায় ১৫ কোটি টাকা খোয়ালেন তাঁরা। সারা জীবনের সঞ্চয় হারিয়ে ভেঙে পড়েছেন ওই দম্পতি। তাঁদের আক্ষেপ, আগেই পুলিশকে জানানো উচিত ছিল। 

    পুলিশ জানিয়েছে, ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়ে ১৪ কোটি ৮৫ লক্ষ টাকা খুইয়েছেন দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাসের বাসিন্দা ওম তানেজা (৮১) ও তাঁর স্ত্রী ইন্দিরা তানেজা (৭৭)। পেশায় চিকিৎসক ইন্দিরা তানেজা জানান, টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার আধিকারিক পরিচয় দিয়ে গত ২৪ ডিসেম্বর একজন ফোন করে। সে জানায়, ইন্দিরার ফোন নম্বর অসামাজিক কাজে ব্যবহার করা হয়েছে। তার জন্য ২৬টি অভিযোগ দায়ের হয়েছে। এরপর ভিডিও কলে পুলিশের উর্দি পরা একজন ওই বৃদ্ধ দম্পতিকে ভয় দেখাতে শুরু করে। প্রতারকরা দাবি করে, মুম্বইয়ের একটি ব্যাঙ্কে ইন্দিরার নামে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। বিষয়টি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত। গ্রেপ্তারির ভয় দেখিয়ে, কাউকে কিছু না জানাতে নির্দেশ দিয়ে অডিও ও ভিডিও কলে প্রায় সারাক্ষণ নজরদারিতে রাখে প্রতারকরা। সেইসঙ্গে দম্পতিকে তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করতে বাধ্য করা হয়। মোট আট দফায় প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নেয় দুষ্কৃতীরা।  অবশেষে ৯ জানুয়ারি প্রতারকদের ফোন বন্ধ হয়ে গেলে বৃদ্ধ দম্পতি পুলিশের দ্বারস্থ হন। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট ঘটনার তদন্ত শুরু করেছে। 
  • Link to this news (বর্তমান)