• ‘এসআইআরের নিয়ম বদলান’, শুনানির নোটিস পেয়ে ক্ষুব্ধ প্রাক্তন নৌসেনা প্রধান
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: এসআইআরের খসড়া তালিকায় তাঁর নাম ছিল। তারপরও অবশ্য এসেছে শুনানির নোটিস। নির্বাচন কমিশনের তরফে সেই নোটিস পেয়েই ক্ষোভে ফেটে পড়লেন ভারতের প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) অরুণ প্রকাশ। যে প্রক্রিয়ায় এসআইআর চলছে, তাতে বদল আনার পরামর্শও দিয়েছেন তিনি। এর আগে নোবেলজয়ী অমর্ত্য সেন, কবি জয় গোস্বামীর মতো বিশিষ্ট ব্যক্তিদেরও শুনানির নোটিস পাঠিয়েছে কমিশন। সেই তালিকাতেই এবার নতুন সংযোজন প্রাক্তন নৌসেনা প্রধান। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে বিশেষ প্রদর্শনের জন্য তিনি ‘বীরচক্র’ পেয়েছিলেন। ৪০ বছরের সেনা জীবনে আইএনএস বিক্রান্ত সহ চারটি যুদ্ধজাহাজের নেতৃত্ব দিয়েছেন। পাইলট হিসেবে উড়িয়েছেন যুদ্ধবিমানও। অবসরের পর ন্যাশনাল মেরিটাইম ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ছিলেন। এমন একজন প্রাক্তন নৌসেনা কর্তাকে এসআইআর নোটিস পাঠানোয় শুরু হয়েছে চাপানউতোর। 

    বর্তমানে স্ত্রীকে নিয়ে গোয়ায় থাকেন অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) অরুণ প্রকাশ। সম্প্রতি গোয়ার মুখ্য নির্বাচনি আধিকারিকের (সিইও) দপ্তর থেকে তাঁকে পাঠানো শুনানির নোটিসে বলা হয়েছে, আগের এসআইআরের চূড়ান্ত তালিকায় অরুণ ও তাঁর স্ত্রী কুমকুমের বা তাঁদের কোনও আত্মীয়ের নাম নেই। তাই দু’জনকেই শুনানিতে তলব করা হচ্ছে। যথাক্রমে ১৭ ও ১৯ জানুয়ারি তাঁদের হাজিরা দিতে হবে। এতেই প্রবল ক্ষুব্ধ  প্রাক্তন  নৌসেনা প্রধান। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘নির্বাচন কমিশনকে বলতে চাই, এক, যদি এসআইআর ফর্ম দিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ না করা যায়, তাহলে সেগুলি বদলানো হোক। দুই, বিএলও আমাদের বাড়িতে তিনবার এসেছেন, তিনিই অতিরিক্ত তথ্য সংগ্রহ করতে পারতেন। তিন, আমরা ৮২ ও ৭৮ বছরের বৃদ্ধ দম্পতি। আমাদের দু’টি আলাদা দিনে ১৮ কিলোমিটার দূরে হাজিরা দিতে বলা হয়েছে।’

    এরপরেই নির্বাচন কমিশনের সমালোচনায় মুখর হয়েছেন বহু মানুষ।  প্রাক্তন  নৌসেনা প্রধানের বাড়িতে আধিকারিক পাঠিয়ে নথি পরীক্ষা করা উচিত ছিল বলে দাবি করেছেন অনেকে। দেশের হয়ে যুদ্ধে লড়াই করা একজন সেনাকর্তাকে কেন হেনস্তা করা হচ্ছে, সেই প্রশ্নও তোলা হয়েছে। তবে অরুণ লিখেছেন, ‘২০ বছর আগে অবসরের পর আমি কোনওদিন বিশেষ সুবিধা নিইনি, নেওয়ার প্রয়োজনও হয়নি। আমার স্ত্রী ও আমি এসআইআর ফর্ম পূরণ করেছিলাম। খসড়া তালিকায় নাম থাকায় খুশিও হয়েছিলাম। তবে এখন নির্বাচন কমিশনের নোটিস অনুযায়ীই কাজ করব।’ বিষয়টি নিয়ে সরব হয়েছে কংগ্রেসও। দলের নেতা জয়রাম রমেশ এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘প্রথমে দক্ষিণ গোয়ার সাংসদকে নোটিস দেওয়া হল। এখন প্রাক্তন নৌসেনা প্রধানকে শুনানিতে ডাকা হচ্ছে। কতটা ভয়াবহ এই এসআইআর!’  ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)