• যোগীরাজ্যে কলেজের ২.৭০ কোটি আত্মসাৎ, মামলা বিজেপি নেতা সহ ১০ জনের বিরুদ্ধে
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • লখনউ: কোভিড পর্বে জাল নথি তৈরি করে কলেজের প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা আত্মসাৎ। এমনই অভিযোগ উঠেছে কলেজের পরিচালন সমিতির সদস্যদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলায় এই দুর্নীতিতে নাম জড়িয়েছে রাজ্যের শাসক দল বিজেপির এক নেতা উমাশংকর ভার্মা ওরফে মুন্নু ভাইয়ারও।এর আগে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। তালিকায় রয়েছেন স্থানীয় কো-অপারেটিভ ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান ধীরেন্দ্র ভার্মাও। ইতিমধ্যেই আদালতের নির্দেশে মুন্নু ভাইয়া  সহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

    বারাবাঁকির মুন্সি রঘুনন্দন প্রসাদ সর্দার প্যাটেল গার্লস ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ট্রাস্টি কৃষ্ণ চৌধুরী সম্প্রতি আদালতের দ্বারস্থ হন। তাঁর অভিযোগ, পরিচালন সমিতির কয়েকজন মিলে ভুয়ো নথি তৈরি করে প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এক্ষেত্রে অবৈধভাবে পরিচালন সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। কোনও ভোট না করেই উমাশংকর, ধীরেন্দ্র নিজেদের কলেজের বিশেষ পদাধিকারী হিসেবে পরিচয় দিয়েছেন। এই ষড়যন্ত্রে কলেজের পরিচালন সমিতির আরও কয়েকজন সদস্য যুক্ত রয়েছেন। এরপর করোনাকালে অর্থাৎ ২০২০ সালের ৫ এপ্রিল পরিচালন সমিতির একটি বৈঠকও ডাকা হয়। যদিও এসম্পর্কে কলেজ কর্তৃপক্ষ কিছুই জানত না। ওই মিটিংয়ে ১৭ জন সদস্যের সই জাল করা হয়। আর ওই জাল সই কাজে লাগিয়ে কলেজ থেকে দফায় দফায় মোট ২ কোটি ৭০ লক্ষ টাকা সরানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 
  • Link to this news (বর্তমান)