• আইপ্যাক মামলা: আজ সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি জানাতে পারে ইডি
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কয়লা পাচার মামলার তদন্তের কাজে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই অভিযোগে দায়ের মামলার দ্রুত শুনানির জন্য আজ সোমবার দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তর কাছে আবেদন করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। 

    রাজ্য পুলিসের সাহায্য নিয়ে গত বৃহস্পতিবার তদন্তের কাজে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী। ছিনিয়ে নিয়েছেন ফাইল। এমন অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেও তার দ্রুত শুনানি হয়নি। আগামী বুধবার ১৪ জানুয়ারি শুনানির তারিখ দেওয়া হয়েছে। তাই অপেক্ষা না করে সোজা সুপ্রিম কোর্টের দ্বারস্থ অর্থমন্ত্রকের অধীন কেন্দ্রীয় এজেন্সি ইডি। আবেদনে চাওয়া হয়েছে সিবিআই তদন্ত। যদিও ইডি যাতে একতরফা কোনও নির্দেশ আদায় করতে না পারে, সেজন্য রাজ্য সরকার আগেভাগেই শীর্ষ আদালতে ‘ক্যাভিয়েট’ করে রেখেছে। তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজিস্ট প্রতীক জৈন এবং তাঁর সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (সংক্ষেপে আইপ্যাক)-এর অফিসে গত বৃহস্পতিবার আচমকাই হানা দেয় ইডি। কলকাতার ছ’টি এবং দিল্লির চারটি জায়গায় হয় তল্লাশি অভিযান। অনুপ মাঝি নামে এক কয়লা মাফিয়ার সঙ্গে আইপ্যাকের কর্ণধারের আর্থিক লেনদেন সংক্রান্ত তদন্তের জন্যই ওই তল্লাশি ছিল বলেই ইডি’র দাবি। যদিও তৃণমূল সুপ্রিমোর পাল্টা দাবি, সামনে নির্বাচন। তাই দলের নির্বাচনী স্ট্র্যাটেজি সংক্রান্ত গোপন নথি হাতানোই ছিল এই অভিযানের উদ্দেশ্য। ফলে দু’পক্ষের চাপানউতরে আজ সুপ্রিম কোর্টে নজর রাজনৈতিক মহলের। 
  • Link to this news (বর্তমান)