মুম্বইয়ে সবচেয়ে বেশি রোহিঙ্গা রয়েছে, ইস্তাহারে বিজেপির দাবিতে শোরগোল
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
মুম্বই: বৃহন্মুম্বই পুরনিগম (বিএমসি) নির্বাচনের আগে সরগরম মহারাষ্ট্রের রাজনীতি। রবিবার বিএমসি সহ মহারাষ্ট্রের অন্য পুরসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি। সেখানে দাবি করা হয়েছে, মুম্বইয়ে সবচেয়ে বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা বসবাস করে। তাদের তাড়ানোর জন্য আইআইটির সাহায্যে এআই টুল তৈরি করা হচ্ছে। মুম্বইকে বাংলাদেশি ও রোহিঙ্গামুক্ত করা হবে। বিজেপির ইস্তেহার প্রকাশিত হতেই প্রশ্ন তুলেছে কংগ্রেস। দলের নেতা শচীন সাওয়ন্তের দাবি, মুম্বইয়ে এখন কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী রয়েছে, তার তথ্য প্রকাশ্যে আনুক সরকার। আসল সমস্যা মেটানোর বদলে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
এদিকে, একটি সাক্ষাত্কারে শিবসেনা (উদ্ধবপন্থী) সাংসদ সঞ্জয় রাউত দাবি করেছেন, থ্যাকারে পরিবার চাইলে এখনও মুম্বইকে কয়েক মিনিটের মধ্যে স্তব্ধ করে দিতে পারে। নির্বাচনে উদ্ধব থ্যাকারে ধাক্কা খেলেও তাঁদের রাজনৈতিক প্রভাব কমবে না। বিএমসি নির্বাচন উপলক্ষ্যে ফের কাছাকাছি এসেছেন উদ্ধব ও রাজ থ্যাকারে। সেই প্রসঙ্গে রাউত বলেন, ‘উদ্ধব ও রাজ দুই ভাই। এটা ওঁদের পারিবারিক বিষয়। আমি দু’জনেরই বন্ধু। যদি তাঁদের এক হওয়ার জন্য আমার কোনও ভূমিকা থেকে থাকে, তাহলে তার জন্য আমি গর্বিত।’
রাউতের পালটা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। রাউতের বক্তব্যকে ‘ফাঁকা বুলি’ আখ্যা দিয়েছেন তিনি। ফড়নবিশ বলেন, ‘ওরা বলেছিল, একনাথ সিন্ধেকে মুম্বইয়ে ঢুকতে দেবে না। কিন্তু সিন্ধে ৫০ জন বিধায়ককে নিয়ে এসে রাজভবনে সরকার গঠন করেছেন। বাল থ্যাকারে বেঁচে থাকাকালীন বনধ হত। এখন আর তা সম্ভব নয়।’
এর আগে প্রচারের সময় মুম্বই শহরের প্রশংসা করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন তামিলনাড়ুর বিজেপি নেতা কে আন্নামালাই। শুক্রবার দলের প্রার্থীদের হয়ে মুম্বইয়ের বিভিন্ন এলাকায় প্রচার করছিলেন তিনি। সেখানে আন্নামালাই বলেন, ‘মানুষ এখানে ট্রিপল ইঞ্জিন সরকার চায়। মুম্বই শহর মহারাষ্ট্রের কোনও শহর নয়। এটা আন্তর্জাতিক শহর। এই শহরের বাজেট ৭৫ হাজার কোটি টাকা। এত টাকা, উন্নয়ন সামলানোর জন্য ভালো মানুষের দরকার।’ আন্নামালাইয়ের এই মন্তব্য সামনে আসার পরেই সরব হয়েছে উদ্ধবপন্থী শিবসেনা। সঞ্জয় রাউত বলেন, ‘আমরা প্রথম থেকে বলে আসছি, বিজেপি মু্ম্বইকে মহারাষ্ট্রের শহর মনে করে না। তারা এটাকে আলাদ করতে চায়। এখন আন্নামালাই সে কথাই বলছেন। সিন্ধে-সেনা এখন এই নিয়ে কী বলবে?’ আন্নামালাইকে গ্রেপ্তারির দাবিও জানিয়েছেন রাউত।