• ফের সীমান্তে ড্রোন
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • শ্রীনগর: জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানি ড্রোন। ঘটনাটি রবিবার রাতের। সূত্রের খবর, আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা বরাবর সাম্বা, রাজৌরি ও পুঞ্চ সেক্টরে এদিন একাধিক ড্রোন উড়তে দেখে সেনাবাহিনী। প্রত্যেকটিই পাকিস্তানের দিক থেকে আসছিল। আবার নৌশেরা সেক্টরে একটি ড্রোন লক্ষ্য করে গুলিও চালায় সেনা। দিন কয়েক আগেই সাম্বার পালুরা জেলায় এমনই একটি ড্রোন থেকে ফেলা অস্ত্র ও বোমা উদ্ধার করেছিল বাহিনী। এবারও ড্রোনগুলির তেমন কোনও মতলব ছিল না কিনা, তা জানতে ওই এলাকাগুলিতে চিরুনি তল্লাশি চালাচ্ছে বাহিনী বলে খবর।
  • Link to this news (বর্তমান)