অঙ্কিতা হত্যাকাণ্ড: ভিআইপিদের নাম কী? দায়ের এফআইআর
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
দেরাদুন: উত্তরাখণ্ডে রিসেপশনিস্ট অঙ্কিতা ভাণ্ডারি খুনে তিন অভিযুক্তকে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে। তারপরও এই হত্যাকাণ্ডে একাধিক গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী ব্যক্তির নাম উঠে আসছে। কিন্তু, তাঁদের নাম কী? এর উত্তর পেতে এবার পুলিশের দ্বারস্থ হলেন পরিবেশকর্মী অনিল প্রকাশ যোশি। দেরাদুনের বসন্ত বিহার থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তার ভিত্তিতে এফআইআর দায়ের করেছেন তদন্তকারীরা। অনিল অভিযোগপত্রে জানিয়েছেন, অঙ্কিতা খুনে যুক্ত অপরাধীদের দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু, বেশ কিছু তথ্যপ্রমাণ সরিয়ে দেওয়া ও নষ্ট করার অভিযোগ উঠেছে। কয়েকজন অজ্ঞাতপরিচয় ‘ভিআইপি’র নামও ভেসে উঠছে। অঙ্কিতার মৃত্যুর বিচার নিশ্চিত করতে তাদের নাম জানা অত্যন্ত জরুরি।
উল্লেখ্য, শনিবার হত্যাকাণ্ডের তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার সুপারিশ করেছে রাজ্য সরকার। এই আবহে নয়া এফআইআর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল। এর মধ্যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত জানিয়েছেন, এই ইস্যুতে অঙ্কিতার বাবা-মায়েরও এফআইআর দায়ের করা দরকার। তাঁর মতে, অনিল অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। এব্যাপারে সন্দেহের অবকাশ নেই। কিন্তু, তাঁর বদলে অঙ্কিতার বাবা-মা থানায় এফআইআর করলে ভালো হত। এদিকে, রাজ্য সরকার সিবিআই তদন্তের সুপারিশ করলেও সন্তুষ্ট নয় বিরোধীরা। তাঁদের দাবি, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের তত্ত্বাবধানে তদন্ত হোক। এই দাবি আদায়ে রবিবার রাজ্যে বন্ধের ডাক দিয়েছিল একাধিক সংগঠন। ছবি: পিটিআই