পারদ বৃদ্ধি সাময়িক, রাজ্যে শীঘ্রই শীত ফিরছে উত্তুরে হাওয়ার সঙ্গে
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আচমকা পারদ ঊর্ধ্বমুখী। তাও আবার দু-এক ডিগ্রি নয়, শনিবারের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রবিবার সাড়ে ৩ ডিগ্রি বেড়ে হল ১৫ ডিগ্রি। যা স্বাভাবিকে চেয়ে ১.২ ডিগ্রি বেশি। শুধু কলকাতা নয়, গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাই শনিবারের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি বেড়ে গেল। উত্তরবঙ্গের তাপমাত্রাও বেড়েছে, তবে তা সামান্য। যদিও আবহাওয়া দপ্তর বলছে, শীতের এই বিরতি সাময়িক। উত্তুরে হাওয়াকে সঙ্গে নিয়ে বাংলায় শীত ফের স্বমহিমায় ফিরবে বলেই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
কিন্তু পারদ এভাবে ঊর্ধ্বমুখী হল কেন? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে রবিবারের ভোরের দিকে আকাশে মেঘ জমতে শুরু করে। বাতাসে আর্দ্রতার পরিমাণও বাড়তে থাকে। সেই কারণেই পারদ ঊর্ধ্বমুখী। যদিও এখন নিম্নচাপ একেবাই সরে গিয়েছে বলে খবর। তাই শীতের পথে কাঁটা আর কেউ নয়। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলাগুলোতে রাত্রীকালীন তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মঙ্গলবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। পরবর্তী চার-পাঁচ দিন উল্লেখযোগ্য কোনও পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে জেলাগুলোর কিছু স্থানে আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার কিছু অংশে ভোরের দিকে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।
এদিন দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর ছিল শীতলতম। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, আসানসোল, বাঁকুড়া, পানাগড়, বর্ধমান, শ্রীনিকেতনের তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশেই ছিল। কলকাতা ও আশপাশের এলাকার তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রির মধ্যেই ছিল। উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোর মধ্যে জলপাইগুড়ি ছিল শীতলতম। এখানকার তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি। আর দার্জিলিং পার্বত্য এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৮ ডিগ্রি। মালদা, রায়গঞ্জ, কালিম্পং ও আলিপুরদুয়ারের সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যেই ছিল। আজ, সোমবার খানিকটা পারদ পতনের পূর্বাভাস রয়েছে। ফাইল চিত্র