• বাংলার অপমান রুখতে আজ ১০ হাজার ডিজিটাল যোদ্ধার কনক্লেভ, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে অভিষেকের কর্মসূচি
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাকে টার্গেট করেছে বিজেপি। একদিকে কেন্দ্রের তরফে আর্থিক অবরোধ। অন্যদিকে বাংলার গৌরবগাথায় আঘাত। সেইসঙ্গে বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া। এই অভিযোগ তৃণমূলের। যার প্রতিবাদে এবার সামাজিক মাধ্যমে জবাব দেওয়ার জন্য ডিজিটাল যোদ্ধা নামাচ্ছে তৃণমূল। আজ, সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ১০ হাজার ডিজিটাল যোদ্ধা নিয়ে কনক্লেভ বা সম্মেলন করবে তৃণমূল। যেখানে ডিজিটাল যোদ্ধাদের আগামী লড়াইয়ের বার্তা দেবেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

    এর আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বাংলা সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছে বিজেপি। কখনও অন্য রাজ্যের ঘটনাকে বাংলার নামে প্রচার করছে বিজেপি। আবার কখনও যে ঘটনা ঘটেইনি তার ফেক ভিডিয়ো বানিয়ে বাংলাকে বদনাম করা হচ্ছে। তাছাড়া বিজেপির বিরুদ্ধে আরও অভিযোগ, ধারাবাহিকভাবে বাংলা ও বাঙালিদের অপমান করার। বাংলা ভাষায় কথা বলার জন্য পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপিশাসিত রাজ্যগুলির বিরুদ্ধে তুলেছে তৃণমূল। সেইসঙ্গে ২ লক্ষ কোটি টাকার উপর প্রাপ্য টাকা বকেয়া রেখে বাংলার বিরুদ্ধে বঞ্চনা করছে কেন্দ্রের বিজেপি সরকার। এই সমস্ত অভিযোগ নিয়ে বিরুদ্ধে সুর আরও চড়াতে এবার ডিজিটাল যোদ্ধাদের মাঠে নামাচ্ছে তৃণমূল। 

    গতবছর অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করেন আমি বাংলার ডিজিটাল যোদ্ধা কর্মসূচি। যেখানে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকহাজার মানুষ ‘যোদ্ধা’ হিসেবে নাম নথিভুক্ত করেছেন। যাঁরা রেজিস্ট্রেশন করেছিলেন, পরবর্তী সময়ে তাঁদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেতৃত্ব। একটি পর্যায়ে স্ক্রিনিং হয়। তারপর এবার রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাছাই করে ১০ হাজারের বেশি ডিজিটাল যোদ্ধাকে কলকাতায় ডাকা হয়েছে। আজ, সোমবার সায়েন্স সিটি সংলগ্ন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে তাঁরা মিলিত হতে চলেছেন। সকাল ১০টা থেকে বিকাল বিকাল পর্যম্ত দিনভর কর্মসূচি নেওয়া হয়েছে। ডিজিটাল যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হবে। স্ক্রিপ্ট তৈরি, তথ্যভিত্তিক জবাব দেওয়ার জন্য ট্রেনিং দেওয়া হবে। সামাজিক মাধ্যমে তৎপরতার সঙ্গে কীভাবে বিজেপিকে জবাব দিতে হবে, সে-সম্পর্কে দেওয়া হবে নির্দেশ। সামনের ভোটযুদ্ধে ডিজিটাল যোদ্ধারা কীভাবে শামিল হবেন, তার নির্দিষ্ট একটি গাইডলাইন দেওয়া হবে আজকের সম্মেলন থেকে। দিনভর আলোচনা চক্র রয়েছে। আজ, স্বামী বিবেকানন্দের জন্মদিন। সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে তৃণমূলের ডিজিটাল কনক্লেভে আসবেন অভিষেক।
  • Link to this news (বর্তমান)