নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের মুখে স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে আজ সোমবার থেকে মোদি সরকারের সাফল্য প্রচারে পথে নামছে বিজেপি। ১২ জানুয়ারি জাতীয় যুব দিবস উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ জুড়ে ‘বিবেকযাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে গেরুয়া শিবির। এই কর্মসূচি আয়োজনের সম্পূর্ণ দায়িত্বে রয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা। সংগঠনের রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ বলেন, বাংলার প্রতিটি জেলা সদরে স্বামী বিবেকানন্দকে সামনে রেখে বৃহৎ শোভাযাত্রা বের করা হবে। এই যাত্রার মাধ্যমে গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে স্বামী বিবেকানন্দের স্বপ্ন কীভাবে বাস্তব রূপ পাচ্ছে, তা তুলে ধরা হবে। তিনি উল্লেখ করেন, বেলুড় মঠের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মিক সম্পর্ক বাংলার মানুষের কাছে সুপরিচিত। এই বিবেক যাত্রা পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে কাকদ্বীপ, মেদিনীপুর থেকে নদীয়া, নবদ্বীপ, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া—সমগ্র রাজ্যজুড়ে অনুষ্ঠিত হবে। স্বামী বিবেকানন্দের জন্মভিটে, বেলুড় মঠ, রামকৃষ্ণ মিশনসহ বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান থেকে শোভাযাত্রা শুরু হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বিখ্যাত বাঙালিদের সামনে রেখে নানা কর্মসূচি করে। এবার স্বামীজিকে নিয়ে বড়ো আকারের এই কর্মসূচিতে রাজনৈতিক রং লেগেছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে।