• ইডি হানার প্রত্যাঘাতে কাবু বঙ্গ বিজেপি এখন দিশাহীন
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আঘাত দিতে গিয়ে কার্যত প্রত্যাঘাতে বেজায় কাবু বঙ্গ বিজেপি। গেরুয়া পার্টির কর্মী-সমর্থকদের মধ্যে অন্তত এমনই চর্চা শুরু হয়েছে। রবিবার বিজেপির মুরলী ধর সেন লেন কিংবা সল্টলেক অফিসে  শুক্রবারের ইডি হানার প্রতিক্রিয়া নিয়েই আলোচনা চলছে। কেন্দ্রীয় শাসক দলের বাংলা শাখার কার্যালয়ে জোর আলোচনা ভোট এলেই ইডি-সিবিআই এখানে বাড়তি সক্রিয় হয়। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বরং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার জনতার সহানুভূতি জোগাড়ে সফল হচ্ছেন। উলটে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে দিশাহীনতায় ভুগছে রাজ্য বিজেপি। প্রধান বিরোধী দল হিসেবে কী করা উচিত, বুঝে উঠতে পারছে না। দলের কেন্দ্রীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা কলকাতায় থাকাকালীন ইডি তৃণমূলের ভোটকুশলী সংস্থার অফিস ও তাঁর প্রধানের বাড়িতে তল্লাশি চালায়। সেইসময় তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পার্টির গোপন নথি চুরি হচ্ছে অভিযোগ তুলে বিবিধ ফাইল ছিনিয়ে নিয়ে আসেন। কেন্দ্রীয় সরকারি চাকুরে রাজ্যের মুখ্যসচিব সেইসময় হাজির ছিলেন। তা নিয়ে অবশ্য বিজেপি কর্মীদের প্রশ্ন, এভাবে ফাইল তুলে যাওয়ার ঘটনায় কেন কেন্দ্র কোনও পদক্ষেপ করল না? কেন কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না? পরবর্তী পর্যায়ে মুখ্যমন্ত্রী আক্রমণের ঝাঁজ সপ্তমে তুলে অমিত শা, রাজনাথ সিংদের নিয়ে যা বলেছেন, তারপরও কেন নীরব কেন্দ্রীয় বিজেপি? 

    বাংলার পদ্ম নেতাদের ব্যাখ্যা, এই নজিরবিহীন ঘটনায় উল্লেখযোগ্য ব্যবস্থা না নিলে ইডির গ্রহণযোগ্যতা নিয়েই গোটা দেশে প্রশ্ন উঠবে। এই অবস্থায় দুয়ারে বিধানসভা ভোট। এলাকায় বিজেপির কর্মী-নেতারা মানুষের অপ্রিয় প্রশ্নের সামনে রীতিমতো মুখ লুকোনোর জায়গা পাচ্ছেন না। সেই পুরোনো দিদি-মোদির ‘সেটিং’ তত্ত্ব ফের নতুন করে মাথাচাড়া দিচ্ছে। বাংলা দখলের শপথ নেওয়া রাজ্য বিজেপির কাছে যা মোটাও ভালো বিজ্ঞাপন নয়। 

    অন্যদিকে, পঞ্চায়েত এলাকায় তৃণমূলের একচ্ছত্র আধিপত্যকে পরোক্ষে স্বীকার করে শহুরে ভোটারদের টার্গেট করছে বিজেপি। সেই সূত্রে পুরসভাভিত্তিক নাগরিক সমস্যার কথা তুলে ধরে ‘ক্ষোভপত্র’ কিংবা ‘চার্জশিট’ আকারে তুলে ধরার কৌশল নিয়েছে পদ্মপার্টি। রবিবার পার্টির তরফে উত্তর ২৪ পরগনার একগুচ্ছ পুরসভা নিয়ে এই দলিল সামনে আনা হয়েছে।  
  • Link to this news (বর্তমান)