শীত বিদায়ের জল্পনা শুরু হতেই ফের চমক দিল আবহাওয়া। বড়সড় পারদ পতন পারদের। পাক্কা ১৯ দিন পর পরশু রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৫ ডিগ্রির ঘরে। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। গতরাতে এক ধাক্কায় প্রায় ৩ ডিগ্রি পারদ পতনে কলকাতার রাতের তাপমাত্রা নেমে দাঁড়াল ১২.৪ ডিগ্রিতে। ফলে ফের জুবুথুবু ঠান্ডার পরশ শহর ও সংলগ্ন জেলায়।
সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বাঘাযতীন রেল স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় চরম ভোগান্তির শিকার হলেন নিত্যযাত্রীরা। আজ সকাল আনুমানিক ৬টা নাগাদ বাঘাযতীন স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে থাকা একটি কাপড়ের দোকানে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় স্টেশন চত্বরে।