এই সময়, বালি: জাতীয় যুব দিবসে আজ, ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিন উপলক্ষে বিশাল কর্মসূচি নিয়েছে হাওড়া জেলা যুব তৃণমূল কংগ্রেস। হাওড়া সদরের ৮টি বিধানসভা কেন্দ্র থেকে অন্তত ২০ হাজার মানুষের অংশ নেওয়ার কথা এই কর্মসূচিতে। হাওড়া সদরের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র জানিয়েছেন, স্বামীজির জন্মদিনে উত্তর হাওড়ার পিলখানা থেকে বেলুড় মঠ পর্যন্ত এক বিশাল শোভাযাত্রায় হাজার হাজার মানুষ অংশ নেবেন। শোভাযাত্রায় স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, সারদা মায়ের প্রতিকৃতি যেমন থাকবে, তেমনই, স্কুলের ছাত্রছাত্রীরাও সাজবেন বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ ও সারদা মা রূপে।
শোভাযাত্রায় অন্তত ২০টি সুসজ্জিত ট্যাবলো থাকছে। প্রতিটি ট্যাবলোর মাধ্যমে একদিকে স্বামীজি, শ্রীরামকৃষ্ণ ও সারদা মায়ের বাণী যেমন তুলে ধরা হবে, তেমনই রবীন্দ্রনাথ, ঋষি বঙ্কিমচন্দ্রের মতো বাংলার মনীষীদের প্রতিকৃতি ও বাণীর মাধ্যমে বাংলা ভাষা ও বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে। শোভাযাত্রার পথে চলবে লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাউল গান, লোকনৃত্য ও আদিবাসী ছৌ নৃত্যের মতো নানা অনুষ্ঠানের উপস্থাপনা থাকবে পুরো শোভাযাত্রার পথ জুড়ে।
সোমবার বিকাল ৪টে নাগাদ পিলখানার কারবালা থেকে শুরু হবে এই শোভাযাত্রা। সহিষ্ণুতার বার্তা নিয়ে পিলখানা থেকে শুরু হয়ে সালকিয়া চৌরাস্তা, মালিপাঁচঘড়া জয়সোওয়াল হাসপালের মোড় হয়ে, জিটি রোড ধরে ডনবস্কো, বেলুড় বাজার হয়ে বেলুড় মঠের সামনে স্বামীজির পূর্ণাবয়ব মূর্তির সামনে এক সংক্ষিপ্ত সভায় মিলিত হবেন শোভাযাত্রায় অংশ নেওয়া মানুষজন। তৃণমূল কংগ্রেসের হাওড়ার তাবৎ নেতৃত্ব, মন্ত্রী অরূপ রায়, মনোজ তিওয়ারি-সহ বিধায়করা এই শোভাযাত্রায় অংশ নেবেন বলে জানা গিয়েছে। শোভাযাত্রার পথ নির্বিঘ্ন রাখতে ও ভিড় সামলাতে, হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।