• দু’দিনের সফরে ভারতে জার্মান চ্যান্সেলর, দেশজুড়ে পালিত হবে স্বামীজির ১৬৪তম জন্মজয়ন্তী, আর কী খবরে নজর?
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৬
  • জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ সোমবার দু’দিনের সফরে ভারত আসছেন। এটিই তাঁর প্রথম ভারত সফর। এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সবরমতী আশ্রমে যাবেন তিনি। পরে, সবরমতী নদীর তিরে আন্তর্জাতিক ঘুড়ি উৎসবে যোগ দেবেন তাঁরা।

    স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে সারা দেশজুড়ে মহাসমারোহে পালিত হবে তাঁর জন্মদিন। সরকারি ভাবে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।আর জাতীয় যুব দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন বিকেলে নিউ দিল্লিতে বিকশিত ভারত যুব নেতাদের সম্মেলন ২০২৬-এর সমাপ্তি অধিবেশনে যোগ দেবেন। দেশের প্রায় ৩,০০০ তরুণ-তরুণীর সঙ্গে মতবিনিময় করবেন তিনি। 

    স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে সিমলা স্ট্রিটে তাঁর বাড়িতে যাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।বেলা ৩টে নাগাদ তাঁর সেখানে যাওয়ার কথা। আর বিকেলে ডিজিটাল যোদ্ধাদের কনক্লেভে যাবেন তিনি।

    সোমবার WPL-এ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও UP ওয়ারিয়র্জ়। নিজেদের প্রথম ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয় পেয়েছিল স্মৃতি মান্ধানার RCB। অন্য দিকে গুজরাটের বিরুদ্ধে হেরে গিয়েছিল মেগ ল্যানিংয়ের UP। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াই তাদের সামনে। ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টা থেকে শুরু খেলা। নভি মুম্বইয়ে DY পাতিল স্টেডিয়ামে আয়োজিত হবে ম্যাচ।

  • Link to this news (এই সময়)