• সোনারপুরে পিকনিকে গিয়ে রহস্যমৃত্যু, দেহ ফেলে পালানোর অভিযোগে আটক ৫
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৬
  • সোনারপুরে পিকনিক করতে গিয়ে রহস্যমৃত্যু এক ব্যক্তির। মৃতের নাম ক্ষুদিরাম মণ্ডল (৬০)। রবিবার ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার ঘাসিয়াড়া এলাকায়। অভিযোগ, ওই ব্যক্তির মৃত্যু হলে সঙ্গীরা তাঁর দেহ রাস্তায় ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানতে পারে সকলকে রুখে দেন। ঘটনায় ইতিমধ্যেই পাঁচ জনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তও শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, ক্ষুদিরাম টালিগঞ্জ এলাকার বাসিন্দা এবং পেশায় গাড়িচালক ছিলেন। এ দিন সকালে গাড়িতে করে এক দল ঘাসিয়াড়া এলাকায় পিকনিক করতে এসেছিলেন। ফেরার পথে হঠাৎই অচৈতন্য হয়ে পড়েন ক্ষুদিরাম এবং পরে তাঁর মৃত্যু হয়। গাড়িতে থাকা লোকজন ক্ষুদিরামকে হাসপাতালে নিয়ে যাওয়ার বদলে ফেলে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে তা রুখে দেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন স্থানীয় থানায়।

    সোনারপুর থানার পুলিশ এসে ক্ষুদিরামকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে। ঠিক কী কারণে ক্ষুদিরামের মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই ময়নাতদন্তে পাঠানো হয়েছে দেহ। এখনও পর্যন্ত ক্ষুদিরামের পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ জানানো হয়নি থানায়। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত মদ্যপানের ফলে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। এ ছাড়াও অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আটক যুবকদেরও।

    স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব দাস বলেন, ‘একটি গাড়িতে করে কয়েকজন যুবকের সঙ্গে ওই ব্যক্তি এসেছিলেন এখানে। কিন্তু আচমকা অচৈতন্য হয়ে পড়েন তিনি। এর পর তাঁকে ফেলে পালানোর চেষ্টা করছিলেন বাকিরা। কিন্তু আমরা তা রুখে দিই।’ আর এক প্রত্যক্ষদর্শী প্রবীর গঙ্গোপাধ্যায় বলেন, ‘একটি ম্যাটাডোর ও দুটি বাইক নিয়ে তাঁরা সেখানে আসে। সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন।’ আসল ঘটনার খোঁজে তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)