• ধুঁকছে পর্যটন, লাটাগুড়িতেও সোনাঝুরির আদলে হাট তৈরির ভাবনা
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৬
  • এই সময়, লাটাগুড়ি: গত দু'বছর ধরে ডুয়ার্সের লাটাগুড়িতে পর্যটন ব্যবসার গ্রাফ নিম্নমুখী। রিসর্ট, হোটেল, হোম স্টের সংখ্যা বাড়লেও পর্যটকের সংখ্যা তুলনামূলক ভাবে বাড়েনি। এই অবস্থায় রাজ্য তো বটেই, এমনকী দেশের পর্যটন মানচিত্রে লাটাগুড়িকে তুলে ধরতে বিশেষ প্রচার শুরু করতে চলেছেন এখানকার ব্যবসায়ীরা। পাশাপাশি নেওড়া নদী সংলগ্ন এলাকায় শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের আদলে একটি হস্তশিল্পের হাট গড়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রবিবার ছিল লাটাগুড়ি রিসর্ট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা। সেখানেই নতুন পরিকল্পনাগুলির কথা জানিয়েছেন ব্যবসায়ীরা।

    মূলত বন এবং বন্যপ্রাণীর টানেই পর্যটকরা লাটাগুড়িতে আসেন। ইদানীং বন দপ্তরের আওতাধীন পর্যটনকেন্দ্রগুলি ধুঁকছে। বেশ কয়েকটি নজরমিনার বন্ধ। প্রকৃতি পরিচিতি প্রাঙ্গণের কঙ্কালসার দশা। সমস্যাগুলি বহুবার জানিয়েও কোনও সুরাহা হচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। তবে এ বার নিজেরাই উদ্যোগ নিয়ে লাটাগুড়ির ট্যুরিজমকে মেলে ধরতে চাইছেন তাঁরা।

    লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অরিন্দম চৌধুরী বলেন, 'রাজ্যের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত পর্যটন মেলায় লাটাগুড়িকে তুলে ধরার পরিকল্পনা করা হচ্ছে।' এ দিনের অনুষ্ঠানে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধক্ষ্য মহুয়া গোপ। তিনি বলেন, 'লাটাগুড়ির ঝিলটি সংস্কার করে সেখানে স্কাইওয়াক তৈরির চিন্তাভাবনা চলছে। পাশাপাশি নেওড়া নদী সংলগ্ন এলাকায় সোনাঝুরি হাটের আদলে হস্তশিল্পের হাট গড়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।'

  • Link to this news (এই সময়)