• চাহিদা অনুযায়ী মজদুর সরবরাহ করতে না-পারার 'শাস্তি', ইটভাটার কুঠুরিতে টানা ১০ দিন ধরে বন্দি শ্রমিক-সর্দার!
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৬
  • এই সময়, আলিপুরদুয়ার: ইটভাটার অস্বাস্থ্যকর কুঠুরিতে টানা ১০ দিন বন্দি করে রাখা হয়েছিল এক শ্রমিক-সর্দারকে। অভিযোগ, আধপেটা খাবার তো বটেই, কোনও কোনও দিন অভুক্তও থাকতে হয়েছে শ্রমিককে। এমনকী, শৌচকর্ম করার জন্যও বাইরের আলো দেখতে দেওয়া হয়নি তাঁকে। জিয়ারুল হক নামে ওই শ্রমিক-সর্দারের অপরাধ, তিনি চাহিদামতো ভাটায় শ্রমিক সরবরাহ করতে পারেননি। ঘটনাটি আলিপুরদুয়ার-২ ব্লকের শামুকতলা রোড ফাঁড়ির মাঝেরডাবরি ঢালকর ইটভাটার।

    তাঁর মোবাইল ফোন কেড়ে নেওয়ায় বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন জিয়ারুল। শেষে কোনওক্রমে এক বন্ধুর মাধ্যমে পুলিশের কাছে খবর পাঠান তিনি।খবর পেয়ে অসমের ধুবড়ির বাসিন্দা ওই শ্রমিককে তালা ভেঙে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। তাঁর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ইটভাটার ম্যানেজার বাবন পাল ও সহকারী ম্যানেজার চন্দন বর্মনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারি এড়াতে গা-ঢাকা দিয়েছেন ওই ঘটনায় অভিযুক্ত ভাটা মালিক শুভময় পাল। তিনি ও তাঁর ম্যানেজার আলিপুরদুয়ার শহরের বাসিন্দা ও সহকারী ম্যানেজার কোচবিহারের বাণেশ্বরের বাসিন্দা। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, অসমের জোড়াইয়ের ফরিদুল হক নামে এক ব্যক্তি শ্রমিক সরবরাহ করবেন বলে ওই ইটভাটার মালিকের কাছ থেকে ২ লক্ষ টাকা অগ্রিম নেন।

    কথা ছিল, তিনি ১৫ জন শ্রমিক সরবরাহ করবেন। সেই মতো গত নভেম্বরে জিয়ারুল-সহ আট জন শ্রমিক ওই ইটভাটায় কাজে যোগ দেন। কিন্তু অভিযোগ, বাকি সাত শ্রমিক না-পাঠিয়েই বেপাত্তা হয়ে যান ঠিকাদার ফরিদুল। তাঁকে না-পেয়ে শ্রমিক-সর্দার জিয়ারুলের উপরে চাপ সৃষ্টি করেন ভাটার মালিক শুভময়। সেই চাপে বাধ্য হয়ে শ্রমিক আনতে ফের অসমে যান জিয়ারুল। কিন্তু শ্রমিক না-মেলায় তিনি গত ডিসেম্বরের শেষ দিকে খালি হাতেই ফিরে আসেন। অভিযোগ, এর পরেই তাঁর উপরে মানসিক নির্যাতন শুরু হয়। অতিষ্ঠ হয়ে ৩১ ডিসেম্বর কাজ ছেড়ে বাড়ি ফিরে যেতে চান জিয়ারুল। তখনই তাঁকে মারধর করে তালাবন্দি করে রাখা হয়।

    ধৃত ইটভাটার ম্যানেজার ও সহকারী ম্যানেজারকে রবিবার আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করে পুলিশ। বিচারক দুই অভিযুক্তের জামিন খারিজ করে দেন। জিয়ারুল বলেন, 'আর একদিন গেলে আমি জীবিত থাকতাম না। যে অবস্থায় আমার দিন কেটেছে, তা নরকের থেকেও খারাপ।' শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক বলেন, 'আমরা মৌখিক ভাবে খবর পাওয়ামাত্রই ওই শ্রমিককে উদ্ধার করি। দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক ভাটা মালিকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।'

  • Link to this news (এই সময়)