• সংক্রান্তিতে আরও নামবে পারদ? জাঁকিয়ে শীতের স্পেল আর কতদিন
    আজ তক | ১২ জানুয়ারি ২০২৬
  • রবিবার কলকাতার পারদ পৌঁছে গিয়েছিল ১৫ ডিগ্রিতে। স্বাভাবিকের থেকে বেশি ছিল সর্বনিম্ন তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা বাড়বে। তবে সোমবার ফের শহরের সর্বনিম্ন তাপমাত্রা ফিরে এসেছে ১২ ডিগ্রির ঘরে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। এদিকে সামনেই মকর সংক্রান্তি, ঠান্ডা কি আরও বাড়বে? কী বলছে হাওয়া অফিসের পূর্বাভাস? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।

    কী বলছে হাওয়া অফিস?
     আগামী কয়েক দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি নীচে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী দু’দিন কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যাবে বেশ খানিকটা। উত্তরবঙ্গেও তাপমাত্রার আপাতত হেরফের হচ্ছে না। জাঁকিয়েই ঠান্ডা থাকবে আগামী সাত দিন। অর্থাৎ পৌষ সংক্রান্তিতে গোটা রাজ্যেই থাকবে কনকনে শীত। কুয়াশার দাপটও থাকবে জেলায় জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, আপাতত কয়েক দিন তাপমাত্রা এমন থাকবে। উত্তুরে হাওয়া অবাধে প্রবেশ করছে রাজ্যে। কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই। ফলে জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে সর্বত্র।  যদিও আকাশ পরিষ্কার থাকায় দিনের বেলায় রোদের দাপটে শীতের অনুভূতি কিছুটা কমতে পারে, তবে সূর্যাস্তের পর এবং ভোরের দিকে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে।

    দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
    আলিপুর হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে আগামী দু’দিন রাতের বা সর্বনিম্ন তাপমাত্রা নামবে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস। তার পরের চার থেকে পাঁচ দিন সেই তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।  দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তার জন্য দৃশ্যমানতা কমতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। কোনও কোনও জেলায় বেলা পর্যন্ত কুয়াশার পূর্বাভাস রয়েছে। 

    উত্তরবঙ্গর পরিস্থিতি
     উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের হবে না। অর্থাৎ সেখানে শীত থাকবে কনকনে। গত সপ্তাহেও দার্জিলিঙে হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা ছিল। আপাতত তা নেই। শুকনো আবহাওয়া থাকবে। তবে  উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে ৫০ মিটারে নেমে আসতে পারে।

    কলকাতার আবহাওয়া
    গত মঙ্গলবার কলকাতায় তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমেছিল। তার পর পারদ কিছুটা চড়লেও শীতে ঘাটতি নেই। তবে কলকাতার তাপমাত্রা রবিবার এক ধাক্কায় বেড়ে গিয়েছিল বেশ খানিকটা। তবে সোমবার ফের পারদ পতন হয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তুরে হাওয়ার দাপটে আগামী ৫ থেকে ৬ দিন আবহাওয়ার এই পরিস্থিতিতে বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে আগামী এক সপ্তাহ শীতের আমেজ বজায় থাকবে শহরে। মকর সংক্রান্তির সময়েও 'কনকনে ঠান্ডা' অনুভূত হবে।
    বিশেষ করে সকাল ও রাতের দিকে কনকনে ঠান্ডা অনুভূত হবে। সূর্যাস্তের পর ও ভোরের দিকে ঠান্ডা আরও বেশি অনুভূত হবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। 
     
  • Link to this news (আজ তক)