নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝে একটি দিন, তারপরেই আবহাওয়ার পরিবর্তন। গতকাল, রবিবার শহরের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছিল। আজ, সোমবার ফের ফিরে এসেছে কনকনে ঠান্ডা। সক্রিয় উত্তুরে হাওয়া। যার ফলে শহর থেকে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত। আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির ঘরে। আজ, সেটি একধাক্কায় অনেকটাই কমেছে।আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এদিন শহরের আকাশ থাকবে পরিষ্কার। তবে আজ, সোমবার সকালে শহরের আকাশে হাল্কা কুয়াশা ছিল। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি। দক্ষিণবঙ্গে আজ, সোমবার শীতলতম স্থান নদীয়ার কল্যাণী। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।