• আনন্দ ক্রীড়ায় সেরা চন্দন
    আনন্দবাজার | ১২ জানুয়ারি ২০২৬
  • শতবর্ষ পার করা এবিপি সংস্থার বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হয়ে গেল রবিবার সংস্থার তাঁবুতে। মোট ২৩টি বিভাগের ৬৫০-এর বেশি এবিপি সংস্থার কর্মী এবং তাঁদের পরিবারের সদস‌্যরা যোগ দেন। প্রধান অতিথি ছিলেন এবিপি গোষ্ঠীর সিইও ধ্রুব মুখোপাধ‌্যায় এবং সংস্থার এডিটোরিয়ালস সফ্টওয়‌্যার ম‌্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন জেনারেল ম‌্যানেজার দেবকৃষ্ণ মুখোপাধ‌্যায়। সেরার সেরা হন আনন্দবাজার পত্রিকার চন্দন বিশ্বাস।

    পুরুষদের ১০০ ও ২০০ মিটার দৌড়ে প্রথম হন চন্দন। পঞ্চাশোর্ধ্বদের ৮০০ মিটার হাঁটায় প্রথম স্থান অধিকার করেন ইলেকট্রিক‌্যাল বিভাগের প্রদ‌্যোত কুমার কুণ্ডু। মহিলাদের ‘বাস্কেট দ‌্য বল’-এ সেরা টেলিগ্রাফের অমৃতা তপাদার, পুরুষদের বিভাগে প্রথম হয়েছেন সেলসে্‌র অনিরুদ্ধ বসু। ‘মার্বেল অ‌্যাণ্ড স্পুন’ বিভাগে সেরা সুকৃতি ভরদ্বাজ। আন্তঃবিভাগ ‘টাগ অব ওয়ার’-এ প্রথম ম‌্যানুফ‌্যাকচারিং (প্রথম গ্রুপ)। পুরুষদের ৪X ১০০ মিটার রিলে রেসে সেরা ম‌্যানুফ‌্যাকচারিং (দ্বিতীয় গ্রুপ)। শিশুদের অনূর্ধ্ব-চার বছর ফ‌্যান্সি ড্রেসে সেরা ধৃতি সেন চৌধুরী। ৪ থেকে ১২ বছর বিভাগে ফ‌্যান্সি ড্রেসে প্রথম হয়েছে অদিতৃ বর্মন।
  • Link to this news (আনন্দবাজার)