• বছরজুড়ে দেব ও জিৎ
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • বছরভর তাঁদের ছবি মুক্তির জন্য অপেক্ষা করেন অনুরাগীরা। সমাজমাধ্যমে তা নিয়ে হয় বিস্তর আলোচনা। দু’পক্ষের অনুরাগীদের মধ্যেও বিতণ্ডা লেগেই থাকে। তাঁরা বাংলা ছবির দুই তারকা অভিনেতা— দেব ও জিৎ। দীর্ঘদিন পর এ বছর তাঁদের ছবি মুক্তি পেতে পারে একই সময়। অর্থাৎ সেই চেনা উন্মাদনা আর মুখোমুখি লড়াই ফিরছে বাংলা ইন্ডাস্ট্রিতে।

    দশ বছর পর জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। সদ্য এই চমকপ্রদ খবর ঘোষণা করেছেন নায়ক ও নায়িকা। সেই ছবি মুক্তি পাবে চলতি বছর পুজোতে। গত বছর জনপ্রিয় জুটির ‘ধুমকেতু’ বক্স অফিসে দারুণ সফল। সেই রেশ এবারও বজায় থাকবে বলে আশাবাদী নির্মাতারা। পাশাপাশি জিৎ অভিনীত ‘কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী’ও মুক্তি পেতে পারে পুজোর সময়। প্রথমবার জিৎ বায়োপিকে। গত বছর তাঁর কোনও ছবি মুক্তি পায়নি। ফলে এই ছবি ঘিরে উন্মাদনার পারদ চড়েছে ঘোষণার পর থেকেই। দুই অভিনেতার অনুরাগী শিবিরও তৈরি।

    পুজো না হলে, জিতের ছবিটি মুক্তি পেতে পারে স্বাধীনতা দিবসে। বিপ্লবী অনন্ত সিংয়ের বায়োপিক এই সময় মুক্তি পেলেও দর্শক মনে আলাদা আবেগ কাজ করবে। মনে রাখতে হবে, গত বছর ‘ধুমকেতু’ও মুক্তি পেয়েছিল স্বাধীনতা দিবসের সময়ই। পুজো বা ক্রিসমাস— সিনেমা মুক্তির ভালো সময়— এই ধারণা ভেঙে দিয়েছে ‘ধূমকেতু’। এ বছর ১৫ আগস্টের সময় দেবের আরও একটি ছবি মুক্তি পেতে পারে। ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’। সদ্য জন্মদিনে এই ছবির ঘোষণা করেছেন নায়ক। ফলে জিৎ ও দেবের ছবির মুখোমুখি বক্স অফিস দ্বৈরথ যে এ বছর হবে, তেমন সম্ভাবনা জোরালো।
    স্ক্রিনিং কমিটি এখন টলিউডের মানচিত্রে গুরুত্বপূর্ণ। তাদের ক্যালেন্ডার প্রকাশের পর সিনেমা মুক্তির আসল চিত্রটা বোঝা সম্ভব। কারণ স্ক্রিনিং কমিটি প্রস্তাব দিয়েছে, একটি প্রযোজনা সংস্থা যে কোনও দু’টি উৎসবের মরশুমে ছবি রিলিজ করতে পারবে। সেক্ষেত্রে দেবকে স্বাধীনতা দিবস, পুজো বা শীতের মধ্যে থেকে যে কোনও দু’টিকে বেছে নিতে হবে। তা নিয়ে সদ্য স্ক্রিনিং কমিটির সঙ্গে দেবের মতবিরোধের কথা সামনে এসেছিল। সবকিছু মিটমাট হয়ে বাংলা সিনেমা সংঘবদ্ধ হোক, চান অনুরাগীরা। তাঁদের আশা, ফের একসঙ্গে কাজ করবেন দেব ও জিৎ। ফের তৈরি হবে ‘দুই পৃথিবী’র মতো কোনও ছবি।
  • Link to this news (বর্তমান)