• একই এলাকা থেকে হাজার জনের কাছাকাছি হিয়ারিং নোটিস পেয়েছেন, রাস্তা অবরোধ কাটোয়ায়
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৬
  • কাটোয়ায় দু’টি বুথ থেকে প্রায় এক হাজার জনকে SIR-এর শুনানির নোটিস। ক্ষোভে সোমবার বর্ধমান-কাটোয়া রোড অবরোধ স্থানীয়দের। কাটোয়ার গাঙ্গুলিডাঙা এলাকারই প্রায় হাজার জনকে হিয়ারিং নোটিস দেওয়া হয়েছে বলে অভিযোগ। কাটোয়া বিধানসভার ২৮১ এবং ২৮২ নম্বর বুথ। অভিযোগ, এই দু’টি বুথে এক হাজারের উপরে মানুষকে হিয়ারিংয়ের নোটিস পাঠানো হয়েছে। পর পর শুনানির নোটিস পেয়েই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। প্রতিবাদে সোমবার বর্ধমান-কাটোয়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কাটোয়ার জয়েন্ট BDO। গ্রামবাসীরা দাবিতে অনড়। দাবি, যতক্ষণ না SDO ঘটনাস্থলে এসে তাঁদের সঙ্গে আলোচনা করছেন, ততক্ষণ এই পথ অবরোধ উঠবে না।

    ২৮১ নম্বর বুথে ৯৮৪ জন ভোটার। ২৮২ নম্বর বুথে আছেন প্রায় ১২০০-এর উপরে ভোটার। স্থানীয়দের অভিযোগ, যাঁদের শুনানির জন্য ডাকা হয়েছে, তাঁদের মধ্যে অধিকাংশই পরিযায়ী শ্রমিক ও বয়স্ক মানুষ। শুনানির কেন্দ্র ১০ কিলোমিটার দূরে, সেখানে যাওয়া তাঁদের পক্ষে অসম্ভব। তাই স্থানীয় বুথ বা স্কুলেই শুনানির ব্যবস্থা করার হোক।

    দেবাশিস সাহা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘একটা গ্রামের ৭০-৮০ শতাংশ মানুষকে রাতারাতি নোটিস ধরানো হয়েছে। অথচ মানুষগুলো দীর্ঘ দিন ধরে ভোট দিচ্ছেন। ৮০ বছরের উপরে বয়স কারও কারও। বয়সজনিত সমস্যা রয়েছে, কত মানুষ অসুস্থ। তাঁদের এ ভাবে হেনস্থার অর্থ কী? আমরা প্রকৃত SIR চেয়েছি। সুষ্ঠু ভাবে সময় নিয়ে নির্ভুল ভাবে SIR করা যেত না? তড়িঘড়ি এ সব করতে গিয়ে এত মানুষকে রাতারাতি নোটিস ধরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনা দুর্ভাগ্যজনক। আমরা এর প্রতিকার চাই। আমরা চাই শুনানি হলে বুথে বুথে হোক।’

    BLO-এর বক্তব্য, নোটিস কমিশন থেকে পাঠানো হয়েছে। ফলে তাঁরা কিছুই বলতে পারবেন না। যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, কমিশন থেকে BDO অফিস বা SDO অফিসকে হিয়ারিং ভেন্যু হিসেবে ঠিক করে দেওয়া হয়েছে। তবে ৮৫ বছরের উপরে বয়স হলে, বাড়িতে হিয়ারিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। আর বিক্ষোভকারীদের মাস পিটিশন দেওয়ার কথাও বলা হয়। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)