• কবাডি খেলোয়াড় খুনের পরেই পলাতক! হাওড়া থেকে গ্রেপ্তার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৩ সদস্য
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৬
  • পাঞ্জাব থেকে হাওড়া, খুনের পরে গা-ঢাকা দিয়েও শেষ রক্ষা হলো না। পাঞ্জাবের কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়াকে খুনের অভিযোগে হাওড়া থেকে গ্রেপ্তার করা হলো তিন অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, তাঁরা কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য।

    সূত্রের খবর, সোমবার পাঞ্জাবের গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গোলাবাড়ি থানার পুলিশ। তাঁরা প্রত্যেকেই পাঞ্জাবের বাসিন্দা। তাঁদের নাম করণ পাঠক, তরণদীপ সিং এবং আকাশদীপ সিং।

    গত ১৫ ডিসেম্বর পাঞ্জাবের মোহালিতে ম্যাচ চলাকালীন খুন হন কবাডি খেলোয়াড় রানা বালাচৌরিয়া। সেলফি তোলার কথা বলে কাছাকাছি এসেই রানাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাঞ্জাবের কবাডি খেলোয়াড় খুনের ঘটনায় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, তিন অভিযুক্ত পাঞ্জাব থেকে নেপাল হয়ে গ্যাংটক যায়। সেখান থেকে ফের ভারতে ঢোকে। এর পরে তাঁরা কয়েকদিন কলকাতায় গা-ঢাকা দিয়েছিলেন বলে খবর। তদন্তকারীদের অনুমান, রবিবার রাতে অভিযুক্ত তিন জন হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে পালাবার পরিকল্পনা করেছিলেন। শেষ মুহূর্তে খবর পেয়ে এসটিএফ সতর্ক করে গোলাবাড়ি থানার পুলিশকে। সেই খবর পেয়ে অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।

  • Link to this news (এই সময়)