• হিয়ারিংয়ে হয়রানি হচ্ছে, ফের জ্ঞানেশ কুমারকে চিঠি মমতার
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৬
  • SIR আবহে ফের নির্বাচন কমিশনকে সোমবার চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে পঞ্চম বার কমিশনকে চিঠি মুখ্যমন্ত্রীর। তিন পাতার এই চিঠিতে মমতার মূল অভিযোগ, ‘SIR-এ পদ্ধতিগত ত্রুটি’। আরও একবার মুখ্যমন্ত্রীর অভিযোগ, সাধারণ মানুষকে অকারণে হেনস্থা করা হচ্ছে।

    মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে মমতা লেখেন, শুনানি চলাকালীন ভোটাররা প্রয়োজনীয় নথি দাখিল করার পরেও হয়রানির শিকার হচ্ছেন। শুনানিতে হাজিরা দেওয়া এবং নথি জমা দেওয়ার পরে কোনও রিসিভ কপি পাচ্ছেন না। কোনও প্রাপ্তিস্বীকার করা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, তার ফলে ‘নট ফাউন্ড’ দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে।

    পাশাপাশি মমতার অভিযোগ, ২০০২ সালে যাঁদের ডিজ়িটালাইজে়শন হয়নি, অথচ ভোটার তালিকায় নাম আছে, এই রকম মানুষকেও সমস্যায় পড়তে হচ্ছে। মমতার দাবি, এই প্রক্রিয়া একেবারেই অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। এর আগেও চার বার SIR নিয়ে সাধারণ মানুষের ভোগান্তিকে সামনে রেখে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। SIR প্রক্রিয়ায় সংবেদনশীলতার অভাব রয়েছে বলে দাবি তাঁর।

  • Link to this news (এই সময়)