হাওড়া থেকে NJP প্রায় ৭ ঘণ্টায়, বন্দে ভারত স্লিপার বাংলায় কোন স্টেশনে কতক্ষণ দাঁড়াবে? বিস্তারিত
আজ তক | ১২ জানুয়ারি ২০২৬
নতুন বছরেই অপেক্ষার অবসান হতে চলেছে বাংলার রেলপ্রেমীদের। আর কিছুদিনের মধ্যেই হাওড়া থেকে কামাখ্যা ছুটতে চলেছে স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। এটি দেশের প্রথম স্লিপার বন্দে ভারত। এই ট্রেন চালুর মাধ্যমে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে হাইস্পিড ট্রেন চালুর এক নয়া দিগন্ত খুলতে চলেছে বলে দাবি করেছে ভারতীয় রেল।
রেলের টাইম টেবিল অনুযায়ী, হাওড়া থেকে ছাড়া ২৭৫৭৫ স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসটি ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে। সেটি কামাক্ষ্যা গিয়ে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ২০ মিনিটে।
অন্যদিকে, ২৭৫৭৬ কামাক্ষ্যা-হাওড়া স্লিপার বন্দে ভারতটি কামাক্ষ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা বেজে ১৫ মিনিটে। সেটি পরের দিন হাওড়া স্টেশনে এসে পৌঁছবে পরের দিন সকাল ৮টা বেজে ১৫ মিনিটে।
প্রায় ৭ ঘণ্টায় পৌঁছে যেতে পারেন পাহাড়ে
হাওড়া থেকে ছাড়া বন্দে ভারত বাদে অন্য ট্রেনগুলিতে বর্তমানে হাওড়া পৌঁছতে ৯-১০ ঘণ্টা সময় লাগে। শিয়ালদা থেকে ছাড়া ট্রেনগুলিতে সময় লাগে কমপক্ষে সাড়ে ৯ ঘণ্টা। কিন্তু স্লিপার বন্দে ভারত মাত্র সাড়ে ৭ ঘণ্টাতেই পাহাড়ে পৌঁছে দেবে যাত্রীদের।
হাওড়া থেকে সন্ধ্যা ৬টা বেজে ২০ মিনিটে ছেড়ে সেটি নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে ১টা বেজে ৪০ মিনিটে। অর্থাৎ ৭ ঘণ্টা ২০ মিনিটেই হাওড়া থেকে NJP পৌঁছবে ট্রেনটি।