• দার্জিলিঙের পরেই! দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি ঠান্ডা এই জায়গায়
    আজ তক | ১২ জানুয়ারি ২০২৬
  • Coldest Place in South Bengal: বীরভূমের শ্রীনিকেতনের চেয়েও এবার বেশি ঠাণ্ডা কল্যাণীতে। ক'দিন ধরেই শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচেই ঘোরাফেরা করছিল। তবে শ্রীনিকেতনকে আপাতত পিছনে ফেলে দক্ষিণবঙ্গের শীতলতম জায়গার শিরোপা পেল নদিয়ার কল্যাণী। সোমবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে সাড়ে ৭ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রার তালিকায় এই মুহূর্তে কল্যাণীর স্থান দার্জিলিঙের ঠিক পরেই। কলকাতার ছবিও গত দু’দিনে বদলেছে। রবিবার শহরে তাপমাত্রা বেড়ে ১৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। তবে সোমবার ফের নামল পারদ। এ দিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি কম। শুধু তাই নয়, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রাও ২৩.৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি উঠতে পারেনি। স্বাভাবিকের থেকে তা ছিল প্রায় এক ডিগ্রি কম।

    আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজ্য জুড়ে আপাতত শীতের হাত থেকে রেহাই নেই। দু’দিনের একটি ছোট বিরতির পর ফের জাঁকিয়ে ফিরেছে শীত। শ্রীলঙ্কা সংলগ্ন এলাকায় তৈরি নিম্নচাপের জেরে যে মেঘ ঢুকেছিল রাজ্যের আকাশে, তা ধীরে ধীরে কেটে গিয়েছে। সেই সঙ্গে আবার সক্রিয় হয়েছে উত্তুরে হাওয়া। ফলেই ঝুপ করে নামতে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানাচ্ছে, মকর সংক্রান্তিতেও কনকনে ঠান্ডা অনুভূত হবে।

    পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরের চার-পাঁচ দিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, পারদ স্বাভাবিকের নীচেই থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নেমে যেতে পারে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

    জেলার দিকেও শীতের দাপট স্পষ্ট। সোমবার কল্যাণীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে পারদ নেমেছে ৮ ডিগ্রিতে। ঝাড়গ্রামে তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি, আসানসোলে ৯.২ ডিগ্রি। বসিরহাটে ১০.৭ ডিগ্রি, সিউড়ি ও ব্যারাকপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৪ ডিগ্রি। বর্ধমানে ১০.৮ ডিগ্রি, বহরমপুরে ১০ ডিগ্রি, ক্যানিংয়ে ১০.৪ ডিগ্রি এবং বাঁকুড়ায় ১০.১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছিল পারদ।

    উত্তরবঙ্গেও শীতের দাপট বজায়। সোমবার দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গোটা রাজ্যের মধ্যে সবচেয়ে কম। তবে উত্তরবঙ্গের আর কোথাও তাপমাত্রা ৯ ডিগ্রির নীচে নামেনি। আবহাওয়া দফতরের মতে, আগামী পাঁচ থেকে সাত দিনে উত্তরবঙ্গের রাতের তাপমাত্রায় বড় কোনও হেরফের হবে না। দার্জিলিঙের পার্বত্য এলাকায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রির মধ্যে থাকতে পারে। অন্য জেলাগুলিতে রাতের তাপমাত্রা থাকবে ৮ থেকে ১১ ডিগ্রির ঘরে।

    শীতের সঙ্গে সঙ্গে বাড়ছে কুয়াশার দাপটও। রাজ্য জুড়ে কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও বেলা পর্যন্ত কুয়াশা থাকতে পারে। এর ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এই জেলাগুলিতে দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারের কাছাকাছি। ফলে আগামী কয়েক দিন শীতের সঙ্গে সঙ্গে কুয়াশার দাপটেও বাড়তি সতর্কতার প্রয়োজন বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
  • Link to this news (আজ তক)