শ্রীহরিকোটা, ১২ জানুয়ারি: বছরের শুরুতেই প্রথম বড় অভিযানে হোঁচট খেল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আজ, সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করে ইসরোর পিএসএলভি ৬৪তম রকেট। উৎক্ষেপণ সফল হলেও তৃতীয় ধাপে গিয়ে সমস্যা দেখা দেয়। কিন্তু অভিযান ব্যর্থ কিনা সেটার বিষয়ে বিস্তারিত এখনও পর্যন্ত জানায়নি ইসরো। পিএসএলভি’র অভিযানে মূলত চারটি ধাপ থাকে। সেগুলি হল- দুটি সলিড ও দুটি লিক্যুইড ধাপ। আজ, পিএসএলভি-সি৬২ রকেটটি, প্রায় ১৬টি কৃত্রিম উপগ্রহ মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু তৃতীয় ধাপ সম্পন্ন হওয়ার আগেই বিপত্তি দেখা দেয়।হঠাৎ ভেহিকেলের উচ্চতা এবং গতিবেগ নূন্যতম প্রয়োজনীয় মানের অনেক নীচে নেমে যায়। ভেহিকেলের রোল রেট এবং উড়ানের পথেও বিচ্যুতি দেখা দেয়। গোটা বিষয়টি নিয়ে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন বলেছেন, ‘অভিযানের তৃতীয় ধাপে কোনও সমস্যা দেখা দিয়েছে। তাই রকেটের গতিপথে বিচ্যুতি ঘটেছে। আমরা সব কিছু খতিয়ে দেখছি। শীঘ্রই অভিযান সম্পর্কে বিস্তারিত জানানো হবে। সোমবার ঠিক সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে পিএসএলভি-সি৬২ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিল ১৫টি কৃত্রিম উপগ্রহ। সেই অভিযানের আপাতত কী পরিস্থিতি তা বিস্তারিত জানা যায়নি।