• মাদ্রাজ হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিজয়ের ‘জন নয়গণ’ সিনেমার নির্মাতারা
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: গত শুক্রবার মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছিল বিজয়ের শেষ সিনেমা ‘জন নয়গণ’ ইউ/এ সার্টিফিকেট ইস্যু করে মুক্তি দিতে হবে সেন্সর বোর্ডকে। কিন্তু সেদিনই বিকেলেই মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী নির্দেশ আসে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ‘জন নয়গণ’মুক্তি পাবে না। সেন্সর বোর্ড পুনরায় সিনেমাটির পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। তবে নির্মাতারা একটি মুক্তির তারিখ নির্ধারিত করে সেন্সর বোর্ডকে জানাতে পারে।আগামী ২১ জানুয়ারির পর মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ফের এই মামলাটি শুনে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। ততদিন পর্যন্ত কোনওভাবেই মুক্তি পাবে না সিনেমাটি। সেই নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘জন নয়গণ’ সিনেমার নির্মাতারা। সর্বোচ্চ আদালতে তাদের আর্জি, সিনেমার মুক্তি নিয়ে ও সেন্সর বোর্ড ইস্যুতে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে তার উপর স্থগিতাদেশ দেওয়া হোক। তাহলে মাদ্রাজ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী  ‘জন নয়গণ’ সেন্সর বোর্ডের ইউ/এ সার্টিফিকেট পেয়ে মুক্তি পাবে। আপাতত সুপ্রিম কোর্ট মামলাটি গ্রহণ করেছে। শুনানি হয়নি। সেন্সর বোর্ড আগেই এই সিনেমার মুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিল। সে কারণে এখনও ছাড়পত্র পায়নি এই  ছবি। বিষয়টিকে কেন্দ্র করে সম্প্রতি মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্মাতারা। দায়ের হয় মামলা। সেই মামলার শুনানিতে গত, শুক্রবার রায় যায় বিজয়ের পক্ষেই। যদিও তাতে খুশি হয়নি সেন্সর বোর্ড। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন তারা। সেদিনই বিকেলে শুনানিত সেন্সর বোর্ডের পক্ষেই রায় যায়। গোটা বিষয়টি নিয়ে বেজায় ক্ষুব্ধ দক্ষিণী তারকা বিজয়ের অনুরাগীরা। 
  • Link to this news (বর্তমান)