আগামী বছরেই ভারত সফরে আসতে পারেন ট্রাম্প, জানালেন মার্কিন রাষ্ট্রদূত
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি, ১২ জানুয়ারি: ভারতের গুরুত্ব রয়েছে। আর সেটার কদর করে আমেরিকা। বিশ্ব মানচিত্রে ভারতের গুরুত্ব সবচেয়ে বেশি, তাই এই দেশের সঙ্গে বন্ধুত্বের প্রয়োজন রয়েছে আমেরিকার। সিলিকন, সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম মেধা প্রযুক্তিতে ভারতের সঙ্গে জোট বাঁধতে চায় ওয়াশিংটন। আজ, সোমবার এমনটাই ঘোষণা করলেন ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি আবার দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন দূতাবাসের বিশেষ দূতের পদেও রয়েছেন। এদিন সার্জিও গোর জানিয়েছেন, আমেরিকার নেতৃত্বে একটি আন্তর্জাতিক জোট তৈরি করা হয়েছে। সেই জোটে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, ইজরায়েল, সংযুক্ত আরব আমিরশাহি এবং অস্ট্রেলিয়া। তাতে ভারতকে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণও জানানো হবে।সঙ্গে সার্জিও গোর জানিয়েছেন, আগামী বছরে দ্বিতীয়বারের জন্য ভারত সফরে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ, সোমবার থেকেই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ফের এক দফায় আলোচনা হওয়ার কথা আমেরিকার। তার আগেই এমন মন্তব্যগুলি করেছেন ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তিনি আরও বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গোটা বিশ্ব ঘুরেছি। এটা নিশ্চিত করতে পারি যে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে প্রেসিডেন্টের সত্যিই বন্ধুত্ব রয়েছে। প্রকৃত বন্ধুরা কোনও ক্ষেত্রে ভিন্নমত পোষণ করতেই পারেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা আবার নিজেদের মধ্যে মতপার্থক্য মিটিয়েও ফেলেন। ভারত এবং আমেরিকার বাণিজ্য দু’দেশের সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’