এসআইআর আতঙ্কে বাদুড়িয়ায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু! চাঞ্চল্য
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বারাসত: এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু! এবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায়। মৃতের নাম অনিতা বিশ্বাস (৭৫)। তিনি বাদুড়িয়া পুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। অভিযোগ এসআইআরের ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার পর অনিতা বিশ্বাসের শুনানিতে ডাক আসে। গত ৫ জানুয়ারি তিনি শুনানিতে যান। কাগজপত্র দেখানোর পর অনিতা বিশ্বাস চিন্তিত হয়ে পড়েন এবং, তারপর থেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। গত ৭ জানুয়ারি তিনি ব্রেন স্ট্রোক আক্রান্ত হন।পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। সেখানেই গতকাল, রবিবার গভীর রাতে অনিতা দেবীর মৃত্যু হয়। তিনি বাদুড়িয়া পুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। কোনও অজ্ঞাত কারণে ২০০২ সালের ভোটার লিস্টে স্বামী বিরাজ বিশ্বাস ও ছেলেদের নাম আসলেও অনিতা বিশ্বাসের নাম আসেনি। কিন্তু তার আগে ১৯৯৫ সালের ভোটার লিস্টে তাঁর নাম ছিল। কোনও কারণে ২০০২ সালের ভোটার লিস্ট থেকে তাঁর নাম বাদ যায়। কিন্তু তারপরে আবার তার নাম ভোটার লিস্টে ওঠে। এবার এসআইআর প্রক্রিয়া শুরু হলে তিনি তাঁর নথিপত্র সহ সবকিছুই জমা দেন। তারপরও তার শুনানিতে ডাক আসে। অনিতা দেবীর পরিবারের অভিযোগ, সেই শুনানিতে গিয়েই সমস্ত নথিপত্র আধিকারিকদের জমা দিলেও আশ্বস্ত হতে পারেন নি তিনি। তারপর থেকেই চিন্তা করতে থাকেন অনিতা দেবী। যার ফলে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।