স্ত্রী মৃত, হাসপাতালে পড়ে রয়েছে নিথর দেহ! নিখোঁজ স্বামী!
বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, তারকেশ্বর: গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল হুগলির তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে। মৃতের নাম লক্ষ্মী দাস(২২)। ঘটনাটি ঘটেছে ধনেখালি থানার রাধানগর গ্রামে। দু’বছর আগে হুগলির জাঙ্গিপাড়া থানার রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকার তরুণী লক্ষ্মী দাসের সঙ্গে প্রেমের দম্পর্ক গড়ে ওঠে ধনেখালির যুবক বাপন দুলের। দু’জনেই তখন কলেজে পড়াশুনা করে। দুই পরিবারের সম্মতিতে বছর দুই আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। বিয়ের এক বছর পর কন্যা সন্তানের জন্ম দেন লক্ষ্মী। কিন্তু কিছুদিন পর, পরিস্থিতি বদলাতে থাকে। বাপনের সঙ্গে অন্য মহিলার সম্পর্ক রয়েছে! এমনটাই অভিযোগ করত লক্ষ্মী। সেই বিষয়কে কেন্দ্র করে রোজই দু’জনের মধ্যে ঝগড়া হতো। অভিযোগ, লক্ষ্মীকে মারধর করত বাপন।গতকাল, রবিবার অশান্তি চরমে পৌঁছোয়। হঠাৎ লক্ষ্মীর বাপের বাড়িতে খবর যায় সে জ্ঞান হারিয়েছে। কিন্তু কিভাবে তা জানানো হয়নি বাপনের পরিবারের পক্ষ থেকে। গতকাল, রাতেই তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে পৌঁছে যান লক্ষ্মীর মা। তিনি দেখতে পান হাসপাতালে ইমার্জেন্সি রুমে পরে রয়েছে লক্ষ্মীর নিথর দেহ। লক্ষ্মীর দেহ ময়নাতদন্তের জন্য চন্দননগর মহুকুমা হাসপাতালে পাঠায় তারকেশ্বর থানার পুলিশ। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে ধনেখালি থানার পুলিশও। জানা গিয়েছে, এই ঘটনার পর থেকেই বেপাত্তা বাপন। তিনি নিজেই লক্ষ্মীকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। তারপর থেকে খোঁজ নেই তার। বাপনের খোঁজে তল্লাশি চালানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।