• পরপর পঞ্চমবার, এসআইআর ইস্যুতে ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ১২ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর ইস্যুতে এই নিয়ে পঞ্চমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৮ ঘণ্টা পূর্বে অর্থাৎ শনিবার মুখ্য নির্বাচন কমিশনারকে এসআইআর সংক্রান্ত বিষয়ে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবার ফের কড়া ভাষায় চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, শুনানিতে ভোটাররা বিভিন্ন ডকুমেন্ট জমা দিলেও তার কোনও রসিদ দেওয়া হচ্ছে না। অনেক ভোটার কাগজ জমা দিলেও তাদের নাম কাটা যাচ্ছে। ২০০২ সালের ভোটার তালিকা ‘ডিজিটাইজড’ করতে গিয়েও ভুলভ্রান্তি হয়েছে। এআই দিয়ে ২০০২ সালের ভোটার তালিকার ইংরেজি অনুবাদ করা হয়েছে। যার ফলে অনেকের বাবা, মা, বয়স, সম্পর্ক, নামের বানান ভুল হয়েছে। এই সমস্ত ভোটারের ক্ষেত্রেই তথ্যগত ভ্রান্তি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছে কমিশন।মুখ্যমন্ত্রী চিঠিতে আরও লিখেছেন, সামান্য বানান ভুলের জন্যও নোটিস দেওয়া হচ্ছে ভোটারদের। এর আগে কমিশন বলেছিল, পুরনো ভোটার তালিকার সঙ্গে না-মিললে তবেই নোটিস দেওয়া হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সব তথ্য মিলছে, নাম আছে, এমন ভোটারদেরও শুনানির জন্য নোটিস পাঠানো হচ্ছে। এইরকমের অযথা হয়রানি বন্ধ করতে জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী। 
  • Link to this news (বর্তমান)