মোদীর সফরের আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের মালদায় আসার কথা রয়েছে। মালদার বিভিন্ন হোটেল, গেস্ট হাউস, সার্কিট হাউজ নিরাপত্তারক্ষীদের জন্য বুকিং করা হয়েছে। সরকারি কর্মসূচি ছাড়াও মোদীর জনসভা রয়েছে। শুধু স্লিপার বন্দে ভারত নয়, মালদা টাউন স্টেশন থেকে আরও আটটি অমৃত ভারত এক্সপ্রেপ্রধানমন্ত্রীর সফরের আগে চলছে নজরদারিস উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী।
পুরাতন মালদহের মাধাইপুর এলাকার বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় সভা করবেন নরেন্দ্র মোদী। এই সভাস্থল থেকে বাংলাদেশ সীমান্তের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। প্রতিবেশী দেশের সঙ্গে চলতি সম্পর্কের পরিপ্রেক্ষিতে ওই দিন এয়ার ডিফেন্স সিস্টেম বসানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নিরাপত্তায় যাতে কোনওরকম ফাঁকফোকর না থাকে সেই বিষয়টিও, সে বিষয়টি নিশ্চিত করতে চাইছে এসপিজি।
ইতিমধ্যে তাঁদের পদস্থ কর্তারা মালদায় এসে জেলা পুলিশ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন, ‘এ বারের নরেন্দ্র মোদীর সফরটা যেন জেলাবাসীর কাছে গর্বের হয়ে উঠতে চলেছে। একদিনে এতগুলি কর্মসূচি আগে কখনও হয়নি মালদায়। গোটা দেশের মানুষ এই কর্মসূচি দেখতে পাবেন। এটাই আমাদের কাছে গর্বের।’