• উত্তর হাওড়ায় গুলিবিদ্ধ যুবক
    দৈনিক স্টেটসম্যান | ১২ জানুয়ারি ২০২৬
  • জখম যুবকের নাম তারক বারিক। তিনি হাওড়া হাসপাতালে ভর্তি রয়েছেন। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে উড়িয়াপাড়ায় তিন যুবকের মধ্যে বচসা হয়। ওই তিন যুবকের মধ্যে দুজন স্থানীয় বাসিন্দা। তাঁদের নাম সুচিত সিং ও রাজ পান্ডে। অন্যজন বহিরাগত। ঝামেলা চলার সময় একজন পিস্তল বের করে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ।

    তখন এলাকার লোকজন ঝামেলা থামাতে যায়। অভিযুক্তের হাত থেকে পিস্তল কেড়ে নিতে চায়। এই গণ্ডগোলের মধ্যে পালাতে শুরু করেন অভিযুক্ত তিনজন। তাদের ধাওয়া করেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে তাঁদের মধ্যেই একজন পিস্তল থেকে গুলি চালায়। সেই গুলিতেই জখম হয়েছে তারক নামে এক ব্যক্তি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)