• রামনগরের ব্যবসায়ীকে ‘হুমকি’, গ্রেপ্তার ক্লাবকর্তা
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৬
  • প্রকাশ্য মঞ্চ থেকে ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ। পা ভেঙে দেওয়ার হুমকির পাশাপাশি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারি। রামনগর–২ ব্লকের মৈতানা অঞ্চলের এক ক্লাবকর্তা গ্রেপ্তার। ধৃতের নাম ওয়াসিম রহমান। তিনি তৃণমূল নেতা বলে দাবি এলাকার লোকজনের। একটি ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্কের সূত্রপাত। যদিও ‘এই সময় অনলাইন’ ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি। অভিযোগ, একটি ক্লাবের অনুষ্ঠানে, স্থানীয় ব্যবসায়ীর পা ভেঙে দেওয়ার হুমকি দেন ওয়াসিম। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে জানিয়েছেন, এক মহিলার দায়ের করা অভিযোগে সত্যতা পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেই গ্রেপ্তারি। অভিযুক্তের একদিনের জেল হেফাজত হয়েছে।

    অভিযোগ, একটি ক্লাবের অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ওয়াসিম এক ব্যক্তিকে হুমকি দেন। এ নিয়ে তাঁর স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেন। এর পরেই গ্রেপ্তার করা হয়।

    পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত এসপি মিতুনকুমার দে বলেন, ‘এক মহিলা থানায় অভিযোগ দায়ের করেন, তাঁর স্বামী কর্মসূত্রে বিদেশে থাকেন। তাঁর কাছে সাংস্কৃতিক অনুষ্ঠানের টাকা চাওয়া হয়। তা নিয়ে ঝামেলায় ওয়াসিম রহমান নামে এক ব্যক্তি প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি দেন। আমরা প্রাথমিক ভাবে ভিডিয়ো ক্লিপ হাতে পাই। তাতে অভিযোগের সত্যতা মিলেছে। তার পরেই ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়। আদালতে তোলা হয়েছে।’

    কিন্তু ওয়াসিমের রাজনৈতিক পরিচয়কে আমল দিতে চাননি ভারপ্রাপ্ত এসপি। বলেন, ‘তাঁর রাজনৈতিক বা সামাজিক পরিচয় কী তা আমাদের কাছে অপ্রাসঙ্গিক। পুলিশ অভিযোগের সত্যতা পেলে আইনি পথে হেঁটে যা করার করে, করেছে এবং করবে।’ যদিও অভিযুক্তের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

  • Link to this news (এই সময়)