• পর্যটকদের গাড়িতে হামলা, ভেঙে দেওয়া হলো ট্যুরিস্ট বাসের কাচ, শোরগোল দার্জিলিংয়ে
    এই সময় | ১২ জানুয়ারি ২০২৬
  • ফের পর্যটকদের গাড়িতে ভাঙচুরের ঘটনা পাহাড়ে। রবিবার রাতে জোড়বাংলোয় দাঁড়িয়ে থাকা একটি ট্যুরিস্ট বাস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সোমাবার গাড়ির চালক উত্তম রায় এই ব্যাপারে জোড়বাংলো থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    জানা গিয়েছে, দু’জন একটি ছোট গাড়িতে এসে হামলা চালায়। ঢিল মেরে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয়। পর্যটকদের নিয়ে চালক কলকাতা থেকে এসেছেন। কালিম্পং ঘুরে পর্যটক দলটি রাতে দার্জিলিং নেহরু রোডের একটি হোটেলে ওঠে। পার্কিংয়ের জায়গা না পেয়ে চালক প্রথমে লেবংয়ে যান। সেখানে গাড়ি পার্কিংয়ে স্থানীয়রা আপত্তি জানালে চালক জোড়বাংলোয় বন দপ্তরের একটি অফিসের সামনে গাড়িটি রাখেন। তার কিছুক্ষণ পরে হামলার ঘটনা ঘটে।

    স্থানীয় চালকদের দিয়েই পর্যটকদের আশেপাশের এলাকা ঘোরানোর দাবিতে গত মাস থেকে আন্দোলনে নেমেছেন পাহাড়ের চালকেরা। জেলা প্রশাসনের হস্তক্ষেপে ১৬ জানুয়ারির পরে বিরোধের সুষ্ঠু সমাধান হবে বলে আশ্বস্ত করা হলেও গাড়ি ভাঙচুরের ঘটনা থামছে না। এর আগে লেবংয়েও এক রাতে চারটি গাড়ি ভাঙচুর হয়।

    হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজ়ম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘আমরা বিরোধের সুষ্ঠু সমাধান চাই। প্রশাসনের উপরে ভরসা রেখে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু এ ভাবে ভাঙচুরের ঘটনা চলতে থাকলে বিকল্প ভাবতেই হবে।’

    উল্লেখ্য, গত ৪ জানুয়ারি দার্জিলিংয়ে একদল পর্যটকককে হেনস্থার অভিযোগ উঠেছিল। ঘটনাটি ঘটে দার্জিলিংয়ের ঘুম মনাস্ট্রি এলাকায়। অভিযোগ, ঘটনার দিন সকালে শিলিগুড়ি থেকে আসা একটি পর্যটকবাহী গাড়ি ঘুম মনাস্ট্রি দেখানোর জন্য রাস্তার ধারে দাঁড়াতেই কয়েকজন স্থানীয় ব্যক্তি ছুটে এসে গাড়িটি ঘিরে ধরেন। পর্যটক নামানোর আগেই চালককে গাড়ি ঘুরিয়ে নিতে চাপ দেওয়া হয়। অভিযোগ, পর্যটক নামালে গাড়ি ভাঙচুর করা হবে বলেও হুমকি দেওয়া হয়। পর্যটকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। শেষ পর্যন্ত ওই চালক পর্যটকদের না নামিয়ে গাড়ি ঘুরিয়ে শিলিগুড়ি রওনা দেন।

  • Link to this news (এই সময়)