• ট্রাম্পের হাতে শুল্কের চাবুক, তাঁর দূত দিলেন বন্ধুত্বের বার্তা! দিল্লির বুকে দাঁড়িয়ে কী বললেন গোর?
    এই সময় | ১৩ জানুয়ারি ২০২৬
  • একদিকে রুশ তেল কেনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির চোখরাঙানি, অন্যদিকে বন্ধুত্বের বার্তা। দুই নৌকোয় পা দিয়েই ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে চাইছে ওয়াশিংটন? সোমবার ভারতের নয়া আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সের্গিও গোর। আর শুরুতেই দিলেন বন্ধুত্বের বার্তা।

    বাণিজ্য ও শুল্ক নিয়ে দু’দেশের মধ্যে টানাপড়েন এখন তুঙ্গে। তবে সের্গিও গোরের দাবি, ভারত আমেরিকার এক ‘অপরিহার্য সহযোগী’। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের বন্ধুত্ব ‘Very Real’ অর্থাৎ দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বন্ধুত্বে কোনও খাদ নেই। তিনি আরও বলেছেন, ‘বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম গণতন্ত্রের এই যোগাযোগকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।” আগামী মাসে ‘প্যাক্স সিলিকা’ (Pax Silica)-য় যোগ দেওয়ার জন্য ভারতকে আমন্ত্রণ জানাবে আমেরিকা, এমনটাও জানিয়েছেন তিনি।

    উল্লেখ্য, গত সপ্তাহেই রুশ তেল কেনা নিয়ে ভারতের উপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন ট্রাম্প। ভেনেজ়ুয়েলায় অতর্কিতে হামলা চালানোর পরে এয়ার ফোর্স ওয়ানের দরজায় দাঁড়িয়ে তিনি বলেছিলেন, ‘মোদী ভালো লোক, কিন্তু তিনি জানতেন আমি খুশি নই।’ এমনকী ভারতের উপরে চাপানো শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর হুমকিও দিয়েছেন তিনি। এই পরিস্থিতিতে নতুন রাষ্ট্রদূতের ‘বন্ধুত্ব’ বার্তা আদতে কতটা কার্যকরী হয়, এখন সেটাই দেখার।

  • Link to this news (এই সময়)