মধ্যমগ্রামে শুরু হলো নতুন স্পোর্টস একাডেমি। সোমবার ওই একাডেমির উদ্বোধনে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস তারকা মৌমা দাস। উপস্থিত ছিলেন মন্ত্রী রথীন ঘোষ। উপস্থিত ছিলেন বর্তমান ও প্রাক্তন একাধিক খেলোয়াড়।
জেলায় টেবিল টেনিস ও ব্যাডমিন্টনের মতো খেলার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ। মধ্যমগ্রামে শুরু হয়েছে এই ক্রীড়া একাডেমি, দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। জীবনদীপ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে মধ্যমগ্রামের এলআইসি টাউনশিপে চালু হয়েছে ২টি একাডেমি। নাম দেওয়া ‘অঞ্জলি চন্দ্র স্মৃতি টেবিল টেনিস একাডেমি’ ও ‘স্বদেশ ভূষণ চন্দ্র স্মৃতি ব্যাডমিন্টন একাডেমি’।
উদ্বোধনী মঞ্চ থেকে মন্ত্রী রথীন ঘোষ জানান, জেলায় এই দুই খেলায় পরিকাঠামোর অভাব ছিল। তাঁর আশা, এই একাডেমির মাধ্যমে জেলার ক্রীড়াক্ষেত্রে নতুন দিগন্ত খুলবে এবং আগামী দিনে এখান থেকেই জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে আসবে। অনুষ্ঠানে উপস্থিত ক্রীড়াবিদরাও জানান, বর্তমান প্রতিযোগিতার যুগে পড়াশোনার চাপে অনেক শিশুই খেলাধুলার জন্য পর্যাপ্ত সময় পায় না। তবে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলোর মধ্য দিয়েও যে জীবনে সাফল্য অর্জন করা সম্ভব, সেই বার্তাই তাঁরা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান। মৌমা দাস নিজেও এই একাডেমিতে শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ দেবেন বলে জানান। আগামী দিনে মধ্যমগ্রাম-সহ জেলার বিস্তীর্ণ এলাকার টেবিল টেনিস ও ব্যাডমিন্টনে আগ্রহীদের জন্য এই প্রশিক্ষণ কেন্দ্র বিশেষ গুরুত্ব পেতে চলেছে। টেবিল টেনিস কোচ স্বরূপ বৈদ্যের আশা, ভবিষ্যতে জাতীয় স্তরে খেলোয়াড় এই একাডেমি থেকেই উঠে আসবে।