• নিষিদ্ধপল্লী যাওয়া নিয়ে বচসা, হাওড়ায় গুলিবিদ্ধ এক
    আজকাল | ১৩ জানুয়ারি ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ টাকা নিয়ে বচসা। তাও আবার নিষিদ্ধপল্লী যাওয়া নিয়ে। তার জেরেই হাওড়ায় চলল গুলি। পায়ে গুলি লেগে হাসপাতালে চিকিৎসাধীন এক দুষ্কৃতী। আহতের নাম তারক বারিক। হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। তবে যাদের সঙ্গে ঝামেলা হয় সেই বাকি দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ।

    রবিবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে উত্তর হাওড়ার ওড়িয়াপাড়ায়। গভীর রাতে আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় পলাতক দুষ্কৃতীরা হল সুচিত সিং ও রাজ পান্ডে। 

    পুলিশ সূত্রে খবর, একটি মন্দিরের সামনে তিন থেকে চার জন দুষ্কৃতী নিজেদের মধ্যে তুমুল ঝামেলায় জড়ায়। তাদের মধ্যে একজন বহিরাগত ছিল। প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। দুষ্কৃতীদের মধ্যে বচসা চরমে ওঠে। ঠিক সেই সময় আচমকা এক বহিরাগত যুবক পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে। মুহূর্তের মধ্যে আগ্নেয়াস্ত্রটি নিয়ে তিন দুষ্কৃতীর মধ্যে কাড়াকাড়ি শুরু হয় বলে দাবি। ঠিক তখনই আচমকা গুলি চলে! পায়ে গুলি লেগে জখম হয় তারক বারিক। সেই সময় আগ্নেয়াস্ত্র নিয়ে চম্পট দেয় বাকিরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। আহত যুবককে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

    পুলিশ জানিয়েছে, ধৃত ও পলাতক প্রত্যেকেই একই গ্যাংয়ের সদস্য। টাকার ভাগ–বাটোয়ারা নিয়ে দীর্ঘক্ষণ ঝামেলা চলছিল নিজেদের মধ্যে। শুধু তাই নয়, ঘটনার আগে দুষ্কৃতীরা এলাকায় একত্রে বসে মদ্যপান করছিল। এরপর কলকাতার একটি নিষিদ্ধপল্লি এলাকায় যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তার আগেই টাকা নিয়ে বিবাদ শুরু! হাওড়া সিটি পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্যাংটিকে চিহ্নিত করা হয়েছে। পলাতকদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।

     
  • Link to this news (আজকাল)